shono
Advertisement

ক্ষমতায় ফিরছে মোদির নেতৃত্বাধীন এনডিএ, ইঙ্গিত অধিকাংশ বুথফেরত সমীক্ষায়

কত আসন পাচ্ছে বিজেপি, কতই বা পাচ্ছে কংগ্রেস? The post ক্ষমতায় ফিরছে মোদির নেতৃত্বাধীন এনডিএ, ইঙ্গিত অধিকাংশ বুথফেরত সমীক্ষায় appeared first on Sangbad Pratidin.
Posted: 07:56 PM May 19, 2019Updated: 09:28 PM May 19, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরও একবার একক সংখ্যাগরিষ্ঠতার দিকে এগোচ্ছে বিজেপি। এনডিএ জোট পেতে পারে ৩০০-র বেশি আসন। অন্তত বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষা এমনটাই জানাচ্ছে দেশের অধিকাংশ বুথ ফেরত সমীক্ষা।

Advertisement

[আরও পড়ুন: সাত রাজ্যের ৫৯ আসনে প্রধানমন্ত্রী-সহ একাধিক হেভিওয়েটের ভাগ্য নির্ধারণ]

অধিকাংশ বুথ ফেরত সমীক্ষাতেই ইঙ্গিত এনডিএ জোট একক শক্তিতে ক্ষমতায় ফিরছে। যে সমস্ত রাজ্যে সরাসরি কংগ্রেস এবং বিজেপির লড়াই, সেই সমস্ত রাজ্যে কংগ্রেসকে কার্যত ধূলিসাৎ করে দিচ্ছে বিজেপি। অধিকাংশ রাজ্যেই কংগ্রেস জোটের উপর ভারী বিজেপি জোট। এমনকী এরাজ্যেও প্রত্যাশার তুলনায় অনেক ভাল ফল করবে বিজেপি।
একনজরে বিভিন্ন সংস্থার দেওয়া এক্সিট পোলের ফলাফল:
টাইমস নাও-ভিএমআর
এনডিএ- ৩০৬
ইউপিএ– ১৩২
অন্যান্য- ১০৪

রিপাবলিক টিভি- সি ভোটার
এনডিএ– ২৮৭
ইউপিএ– ১২৮
অন্যান্য — ১২৭

নিউজ নেশন
এনডিএ– ২৮২- ২৯০
ইউপিএ– ১১৮-১২৬
অন্যান্য– ১৩০-১৩৮

[আরও পড়ুন: পাঞ্জাবের এই গ্রামে রাস্তা ও নেমপ্লেটে থাকে শুধুমাত্র মহিলাদের নাম]

নিউজ এইটিন
এনডিএ– ৩০৫
ইউপিএ- ১২৮
অন্যান্য– ৮৭

এবিপি নিউজ 
এনডিএ– ২৬৭
ইউপিএ– ১২৭
অন্যান্য– ১৪৮

[আরও পড়ুন: ভোটের দিন কেদারনাথে ‘জনসংযোগ’ মোদির, কমিশনে নালিশ তৃণমূলের]

এনডিএ সবচেয়ে বেশি লাভবান হচ্ছে বিহার-মহারাষ্ট্রে মতো রাজ্যগুলিতে। এই রাজ্যগুলিতে মহাজোট হওয়া সত্ত্বেও বিজেপির মোট আসনে সেভাবে ভাগ বসাতে পারেনি কংগ্রেস। মহারাষ্ট্রে ৪৮ আসনের মধ্যে অধিকাংশ এক্সিট পোলের মতে এবারেও চল্লিশের বেশি আসন পেতে চলেছে বিজেপি। বিহারেও ৪০ আসনের মধ্যে তিরিশের বেশি আসন পাচ্ছে এনডিএ। সদ্য যে তিন রাজ্যে কংগ্রেস ক্ষমতায় এসেছে সেই রাজ্যগুলিতেও বিজেপির থেকে কয়েকশো যোজন পিছিয়ে কংগ্রেস। মধ্যপ্রদেশের ২৯ আসনের মধ্যে বিজেপি পেতে পারে ২৫ টিরও বেশি আসন। রাজস্থানের ২৫ আসনের মধ্যে ২০-র বেশি আসন পেতে পারে বিজেপি। উত্তরপ্রদেশে মহাজোট ভাল ফল করলেও প্রত্যাশার তুলনায় আসন কম আসছে সপা-বসপার। ‘টাইমস নাও’ এবং ‘জন কি বাত’-এর মতে, মহাজোট সত্ত্বেও যোগীর রাজ্যে পঞ্চাশের বেশি আসন পাচ্ছে বিজেপি। তবে, এবিপি-নিয়েলসনের মতে বিজেপি পাচ্ছে মাত্র ২২টি আসন।  এরাজ্যে অধিকাংশ এক্সিট পোলই বিজেপিকে ১২-১৬ টি আসনে এগিয়ে রাখছে। দক্ষিণ ভারতে তুলনামূলক ভাল ফল কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ-র। বিশেষ করে কেরল এবং তামিলনাড়ুতে অধিকাংশ আসনই জিতছে ইউপিএ। অন্যদিকে, কর্ণাটকে চূড়ান্ত ব্যর্থতার মুখ দেখতে পারে কংগ্রেস-জেডিএস জোট।

The post ক্ষমতায় ফিরছে মোদির নেতৃত্বাধীন এনডিএ, ইঙ্গিত অধিকাংশ বুথফেরত সমীক্ষায় appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement