shono
Advertisement

বিহারে গ্রেফতার বিজেপির বহিষ্কৃত নেতা দয়াশংকর

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে গ্রেফতার হলেন ফেরার বিজেপি নেতা দয়াশংকর৷ মায়াবতীকে অসম্মানজনক মন্তব্য করার জন্য তাঁকে দল থেকে বহিষ্কার করে বিজেপি৷ আর তারপর থেকেই পলাতক ছিলেন নেতা৷ বিহারে এক চিনির কারখানা থেকে গ্রেফতার করা হল বিতর্কিত নেতাকে৷ গুজরাটের উনায় দলিতদের উপর অত্যাচার নিয়ে যখন সংসদ সরগরম, তখনই বিএসপি প্রধান মায়াবতীর প্রতি অশ্লীল মন্তব্য করেন উত্তরপ্রদেশে […]
Posted: 11:09 PM Jul 29, 2016Updated: 05:39 PM Jul 29, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে গ্রেফতার হলেন ফেরার বিজেপি নেতা দয়াশংকর৷ মায়াবতীকে অসম্মানজনক মন্তব্য করার জন্য তাঁকে দল থেকে বহিষ্কার করে বিজেপি৷ আর তারপর থেকেই পলাতক ছিলেন নেতা৷ বিহারে এক চিনির কারখানা থেকে গ্রেফতার করা হল বিতর্কিত নেতাকে৷

Advertisement

গুজরাটের উনায় দলিতদের উপর অত্যাচার নিয়ে যখন সংসদ সরগরম, তখনই বিএসপি প্রধান মায়াবতীর প্রতি অশ্লীল মন্তব্য করেন উত্তরপ্রদেশে রাজ্য বিজেপির সহ-সভাপতি দয়াশংকর সিং৷ এরপরই তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বিজেপি৷ দলের এই সিদ্ধান্ত ঘোষণার পরদিন থেকেই ফেরার ছিলেন ওই নেতা৷ তফসিলি জাতি ও উপজাতিদের উপর আক্রমণ প্রতিরোধে তৈরি আইন মোতাবেক তাঁর বিরুদ্ধে এফআই আর দায়ের করা হয় এবং তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়৷ মূলত, পড়শি রাজ্যেই পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি৷ ঝাড়খণ্ডের এক মন্দিরে তাঁকে দেখা গিয়েছিল বলেও জানা গিয়েছিল৷ বিভিন্ন জায়গায় তাঁকে দেখা গেলেও গ্রেফতার করতে পারেনি পুলিশ৷ অবশেষে বিহার থেকে গ্রেফতার করা হল এই বিতর্কিত নেতাকে৷ লখনউ পুলিশের তরফে তাঁর গ্রেফতারি নিশ্চিত করা হয়েছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement