shono
Advertisement

ফেসবুকের কাছেই মৃত মার্ক জুকারবার্গ!

নিজের ঘরেই একরকম আজব গেরোয় পড়লেন তিনি৷ The post ফেসবুকের কাছেই মৃত মার্ক জুকারবার্গ! appeared first on Sangbad Pratidin.
Posted: 11:22 AM Nov 12, 2016Updated: 02:41 PM Jul 13, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একেই বোধহয় বলে গোড়ায় গলদ৷ ফেসবুক পোস্টে খবরটা দেখে অনেকেই চমকে উঠেছিলেন৷ প্রয়াত মার্ক জুকারবার্গ৷ খোদ ফেসবুকই তাঁর স্মৃতিচারণা করছে৷  চমকে তড়িঘড়ি অনেকেই সার্চ করে দেখে নিচ্ছিলেন এরকম কোনও ঘটনা ঘটেছে কি না৷ কিন্তু না, কোথাও এর নামগন্ধ নেই৷ শুধু নিজের হাতে তৈরি ফেসবুকেই প্রয়াত জুকারবার্গ৷ নিজের ঘরেই একরকম আজব গেরোয় পড়লেন তিনি৷

Advertisement

শনিবার সকাল থেকেই এই বিভ্রান্তির শিকার হলেন অনেকে৷ ফেসবুক ব্যবহারকারী কেউ মারা গেলে ফেসবুকের তরফ থেকে সেই প্রোফাইলটিকে একটি বিশেষ মর্যাদা দেওয়া হয়৷ তাঁর স্মৃতিচারণায় প্রোফাইলটি পোস্ট হয় অন্যান্য অ্যাকাউন্টে৷ এদিন সকাল থেকে বেশ কিছু ব্যবহারকারীর অ্যাকাউন্ট ভুলবশত মৃত হিসবে গণ্য করছিল ফেসবুক৷ সেইমতো পোস্টও হচ্ছিল৷ আর সে তালিকায় ছিলেন খোদ জুকারবার্গ৷ এ নিয়ে শোরগোল পড়ে যায় নেটদুনিয়ায়৷ ফেসবুকের হাতে খোদ স্রষ্টার মরণ দেখে রসিকতায় মাতেন নেটিজেনরা৷ অবশ্য খবর চাউর হতেই সতর্ক হয় ফেসবুক কর্তৃপক্ষ৷ নিজেদের ভুল শুধরে নেয় তারা৷

The post ফেসবুকের কাছেই মৃত মার্ক জুকারবার্গ! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement