সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেরলে (Kerala) জনৈক সেনকর্মীর উপরে হামলায় পিএফআইয়ের (PFI) নাম জড়িয়েছিল। জওয়ানের পিঠে ‘পিএফআই’ লিখে দেওয়ার ঘটনায় এফআইআরও দায়ের হয়েছে। যার পর নতুন করে নিষিদ্ধ পপুলার ফ্রন্ট নিয়ে চাঞ্চল্য ছড়ায় দক্ষিণের রাজ্যে। মঙ্গলবার জানা গেল, খবরে আসতেই ভুয়ো অভিযোগ করেছিলেন ওই জওয়ান। গুজব ছড়ানোর অভিযোগ উলটে ওই সেনাকর্মীকেই গ্রেপ্তার করেছে পুলিশ।
কোল্লাম জেলার কাদাক্কালে বাড়ি সেনাকর্মী শাইন কুমারের। গতকাল তিনি অভিযোগ করেন, রবিবার রাতে বাড়ির কাছে রবার গাছের বনে ৬ জন যুবক চড়াও হয় তাঁর উপরে। তাঁর হাত বেঁধে দেওয়া হয়। এর পর জোর করে জওয়ানের পিঠে লিখে দেওয়া হয় ‘পিএফআই’। সেনাকর্মীর অভিযোগের ভিত্তিতে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলাও দায়ের করেছিল পুলিশ। যদিও তদন্তে নেমে পুলিশ বুঝতে পারে, মিথ্যে অভিযোগ করেছেন শাইন। কেন?
[আরও পড়ুন: মসজিদে ঢুকে জয় শ্রীরাম ধ্বনি! কর্নাটকে গ্রেপ্তার ২]
কোল্লাম জেলার এএসপি (গ্রামীণ) আর প্রথাপন নায়ার বলেন, সেনাকর্মীর সম্পূর্ণ মিথ্যে অভিযোগ করেছিলেন। গোটা দেশে যাতে করে তাঁর নাম ছড়ায়, সেই অভিসন্ধীতেই এই কাণ্ড করেছিলেন যুবক। এই ধরনের প্রচারের মাধ্যমে আরও ভাল চাকরি কিংবা দ্রুত পদন্নতি হতে পারে বলে আশা করেছিলেন। সেনাকর্মী শাইন কুমার এবং তাঁর এক বন্ধুকে গুজব ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ।