সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর জি কর সংক্রান্ত ভাইরাল পোস্টের নিচে তাঁর নাম লেখা। এমনই অভিযোগ উষসী চক্রবর্তীর। বিষয়টিতে বেশ 'বিরক্ত' অভিনেত্রী। সোশাল মিডিয়ায় পোস্টের আংশিক স্ক্রিনশট শেয়ার করে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। দিয়েছেন আইনি পদক্ষেপের হুঁশিয়ারি।
আর জি কর কাণ্ডের বিচারের দাবিতে বারবার সরব হয়েছেন উষসী। ভাইফোঁটার দিনও অভিনেত্রী এমন শাড়ি পরেছিলেন যার পাড়ে লেখা ছিল 'মেরুদণ্ড বিক্রি নেই'। আবার ব্লাউজের পিঠের লেখায় ছিল অভয়ার মৃত্যুর বিচারের দাবি। সোমবার ভাইরাল পোস্টের আংশিক স্ক্রিনশট শেয়ার করে 'ফেক পোস্ট অ্যালার্ট' দেন অভিনেত্রী।
উষসী লেখেন, 'গত কয়েদিন ধরে হোয়াটসঅ্যাপে একটি পোস্ট ঘোরাফেরা করছে যার নিচে আমার নাম লেখা আছে এবং লেখা আছে উষসী চক্রবর্তীর থেকে সংগৃহীত। পোস্টটির আংশিক স্ক্রিনশট আমি আমার এই পোস্টের নিচে শেয়ারও করলাম। পোস্টটিতে কিছু মানুষের নাম এবং ছবি আছে এবং বলা হয়েছে এরা সবাই সন্দীপ ঘোষের চ্যালা এবং টাকা দিয়ে গোল্ড মেডেল পেয়েছে ইত্যাদি। আমি আমার এই পোস্টের মাধ্যমে জানাতে চাই যে এই হোয়াটসঅ্যাপটির বক্তব্য কোনওভাবেই আমার নয়। এই পোস্ট বা মেসেজ কোথা থেকে কে পেয়েছেন সে বিষয়ে আমি অবহিত নই। এবং এই পোস্টে যা যা তথ্য দেওয়া আছে তা আমি ভেরিফাই করিনি। সত্যি কথা বলতে এই বিষয়বস্তু নিয়ে আমি কোনও পোস্টও করিনি তথাপি এই পোস্টে আমার নাম বারবার কেন শেয়ার করা হচ্ছে বুঝতে পারছি না...।'
এর পর অভিনেত্রী লেখেন, 'কেউ বা কারা সম্ভবত এই আনভেরিফায়েড পোস্টটি আমার নামে পোস্ট করে আমায় কোনও বিপদে ফেলতে চাইছেন। আমি এই প্রবণতাকে ধিক্কার জানাই। এই পোস্টে অকারণে আমার নাম ব্যবহার করা নিয়ে আমি খুবই বিরক্ত। আজ এই পোস্টের মাধ্যমে আমি সবাইকে জানিয়ে দিতে চাই যে এই পোস্টের সাথে আমার বিন্দুমাত্র সম্পর্ক নেই। যে বা যাঁরা এই পোস্টটি সোশাল মিডিয়া বা হোয়াটসঅ্যাপে শেয়ার করতে চাইছেন তাঁরা দয়া অরে আমার নামটা সরিয়ে করবেন এবং ভবিষ্যতে এরকম আবার কিছু ঘটলে আমি আইনি পদক্ষেপও নিতে বাধ্য হব। আমি মনে করি যে বা যাঁরা এই ধরনের কাজ করছেন, আনভেরিফায়ের কনটেন্ট অন্যের নামে চালাতে চাইছেন তাঁরা আর যাই হোন অভয়া বিচার আন্দোলন শুভানুধ্যায়ী না। অভয়ার বিচার চেয়ে এবং অভয়া বিচার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এই পোষ্ট শেষ করছি।'