shono
Advertisement

Breaking News

RG Kar

কেন বিকাশের বদলে বৃন্দা গ্রোভার? আইনজীবী পরিবর্তন নিয়ে মুখ খুললেন 'অভয়া'র বাবা-মা

৩০ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আর জি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের মামলার শুনানি।
Published By: Paramita PaulPosted: 06:40 PM Sep 25, 2024Updated: 06:48 PM Sep 25, 2024

অর্ণব দাস, বারাকপুর: ৩০ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আর জি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের মামলার শুনানি। তার দিন পাঁচেক আচমকাই আইনজীবী বদলেছেন 'অভয়া'র পরিবার। বিকাশরঞ্জন ভট্টাচার্যের পরিবর্তে পরিবারের তরফে নতুন আইনজীবী বৃন্দা গ্রোভার। কিন্তু কেন এমন সিদ্ধান্ত?

Advertisement

এপ্রসঙ্গে নিহত তরুণী চিকিৎসকের বাবা জানান, "ওঁকে (বৃন্দা গ্রোভার) আমরা ভালো বলে মনে করেছি। তাছাড়া বিকাশবাবু হাই কোর্ট নিয়ে নানান ঝামেলায় ব্যস্ত থাকেন। তাই এই সিদ্ধান্ত।"

আর জি কর মামলায় এতদিন মৃত চিকিৎসকের বাবা-মায়ের আইনজীবী ছিলেন বিকাশরঞ্জন ভট্টাচার্য। সূত্রের খবর, বাম রাজনীতিবিদ তথা আইনজীবী মামলা নিয়ে রাজনীতি করছেন বলে অভিযোগ উঠছিল। যা নিয়ে অসন্তুষ্ট মৃতার বাবা-মা। সেই কারণেই আইনজীবী বদলের সিদ্ধান্ত। মৃতার বাবা-মা চাইছেন, তাঁদের হয়ে লড়ুক কোনও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী। সেই কারণেই নিয়োগ করা হয়েছে বৃন্দা গ্রোভারকে। আগামী শুনানিতেই মৃতার পরিবারের তরফে সওয়াল করবেন তিনি।

এ বিষয়ে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, “এটা নিয়ে আমার কিছু বলার নেই। আমার পক্ষে যতটুকু করা সম্ভব ছিল, করেছি। বাকিটা ওঁদের সিদ্ধান্ত। সুপ্রিম কোর্টে নির্যাতিতার হয়ে সওয়াল করার কোনও বিষয়ই নেই। মামলা হচ্ছে তদন্তের গতিপ্রকৃতি নিয়ে।” প্রসঙ্গত, এর আগে ডাক্তারদের আইনজীবী বদল করা হয়েছিল। গীতা লুথরার বদলে গতবার সওয়াল করেছিলেন বিখ্যাত আইনজীবী ইন্দিরা জয়সিং। এবার নির্যাতিতার বাবা-মায়েরও আইনজীবী বদল।  

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ৩০ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আর জি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের মামলার শুনানি।
  • তার দিন পাঁচেক আচমকাই আইনজীবী বদলেছেন 'অভয়া'র পরিবার।
  • বিকাশরঞ্জন ভট্টাচার্যের পরিবর্তে পরিবারের তরফে নতুন আইনজীবী বৃন্দা গ্রোভার।
Advertisement