shono
Advertisement

Bhuban Badyakar: বিপুল খরচে অট্টালিকা বানাচ্ছেন বীরভূমের ‘বাদাম কাকু’! কেমন হয়েছে বাড়িটি?

শোনা যাচ্ছে, নতুন বাড়ি নিয়ে একটি গানও বেঁধেছেন ভুবন বাদ্যকর।
Posted: 05:04 PM May 08, 2022Updated: 05:31 PM May 08, 2022

ভাস্কর মুখোপাধ্যায়, বোলপুর: গাড়ির মালিক আগেই হয়েছেন। এবার পালা নতুন বাড়ির। স্বপ্নপূরণের লক্ষ্যেই আপাতত ব্যস্ত বীরভূমের ‘বাদাম কাকু’। লক্ষ লক্ষ টাকা খরচ করে অট্টালিকা তৈরি করছেন তিনি। শোনা যাচ্ছে, নতুন বাড়ি নিয়ে একটি গানও বেঁধেছেন ভুবন বাদ্যকর (Bhuban Badyakar)।

Advertisement

কাঁচা বাড়িটি যেখানে ছিল, সেই গ্রামের মাঝেই অট্টালিকাটি গড়ে তুলেছেন ভুবনবাবু। বাড়িতে বসানো হচ্ছে মার্বেল। ঝকঝকে প্রাসাদোপম বাড়ি তৈরি করতে কয়েক লক্ষ টাকা খরচ হচ্ছে ‘বাদাম কাকু’র। বাড়ির বারান্দাটি একদম অন্যরকমভাবে সাজানোর পরিকল্পনা ভুবন বাদ্যকরের। এখন বাড়ি তৈরির কাজ পুরোপুরি শেষ হয়নি। তবে কাঁচা বাড়িতে আর মন টিকছে না। সে কারণে অট্টালিকাতেই দিন কাটছে তাঁর। 

[আরও পড়ুন: সমকামী সম্পর্ক থেকে মুক্তি পেতে ‘খুন’? বারাকপুরে বান্ধবীর বাড়িতেই উদ্ধার তরুণীর দগ্ধ দেহ]

বীরভূমের দুবরাজপুরের প্রত্যন্ত এলাকায় বাইকে চড়ে বাদাম বিক্রি করতেন ভুবন বাদ্যকর। ঠোঁটের কোণে লেগে থাকত হালকা হাসি আর মুখে গান। হাতে দাঁড়িপাল্লা নিয়ে বাদাম মাপতেন তিনি। কিন্তু সবসময়েই মুখে থাকত গান। অনর্গল গেয়ে যেতেন, “বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম/ আমার কাছে নেইকো বুবু ভাজা বাদাম/ আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম।”

তাঁর গান শুনতে শুনতে বাদাম কিনতেন প্রায় সকলেই। বাদাম বিক্রির ফাঁকে ভুবন বাদ্যকরের গানই একদিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তারপর থেকে বীরভূমের ভুবন বাদ্যকরকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। সকলের ‘বাদাম কাকু’ হয়ে উঠেছেন তিনি।

ভুবন বাদ্যকরের কাঁচা বাদাম গানের জনপ্রিয়তা এখন তুঙ্গে। নেটিজেনরা কাঁচা বাদাম জ্বরে কাবু। প্রায় সকলেই দু’কলি গানে কোমর দুলিয়েছেন। শুধু তাই নয় সংবাদ প্রতিদিন ডিজিটালের একান্ত সাক্ষাৎকারে গাওয়া ভুবন বাদ্যকরের দ্বিতীয় গানটিও জনপ্রিয় হয়েছে। দুর্ঘটনা নিয়েও সম্প্রতি একটি গান বেঁধেছেন ‘বাদাম কাকু’। নতুন গানটিও মন ছুঁয়েছে সকলের। এবার বাড়ি তৈরি নিয়েও গান বাঁধতে চলেছেন ভুবনবাবু। ওই গানটি সকলের মন ছোঁবে বলেই আশা ‘বাদাম কাকু’র। 

[আরও পড়ুন: ‘মুসলিমদের কলঙ্ক’, কমলা অন্তর্বাস পরা ছবি পোস্ট করে কটাক্ষের শিকার নুসরত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার