shono
Advertisement

‘জীবনের সেরা ২ ঘণ্টা’, বিমানে ধোনির সঙ্গে আড্ডা দিয়ে উচ্ছ্বসিত ভক্ত, ভাইরাল ছবি

বিমানে আচমকাই ধোনির সঙ্গে দেখা ওই ব্যক্তির।
Posted: 06:03 PM Sep 24, 2023Updated: 06:03 PM Sep 24, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একেবারে শেষ মুহূর্তে বাধ্য হয়ে আসন বদলাতে হল। কিন্তু আসন বদলেই জীবনের সেরা দুই ঘণ্টা কাটালেন। কারণ, বিমানে আসন পরিবর্তন হল বলেই ক্যাপ্টেন কুলের সঙ্গে দেখা হল। ইনস্টাগ্রামে পোস্ট করে নিজের বিমানযাত্রার কথা জানিয়েছেন এক ব্যক্তি। মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) সঙ্গে প্রায় দুই ঘণ্টা ধরে জমিয়ে আড্ডা দিয়েছেন, সেটাই নিজের ইনস্টাগ্রামে তুলে ধরেছেন তিনি। সেই পোস্ট ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।

Advertisement

চন্দন সিনহা নামে ওই ব্যক্তি রাঁচির বাসিন্দা। ধোনির বাড়ি থেকে মাত্র ১ কিলোমিটার দূরে থাকলেও জীবনে কখনও দেখা হয়নি প্রিয় ক্রিকেটারের সঙ্গে। বিমান যাত্রার সময়ে আচমকাই দেখা হয়ে গেল মাহির সঙ্গে। ইনস্টাগ্রামে চন্দন লিখেছেন, “একেবারে শেষ মুহূর্তে বিমানের শেষ সারি থেকে দ্বিতীয় সারিতে বসতে বলা হয় আমাকে। ভাবতেই পারিনি যে সামান্য এই পরিবর্তনই আমার জীবনের সেরা আড়াই ঘণ্টা হয়ে থাকবে।” 

[আরও পড়ুন: খাস কলকাতায় জাল নোটের পাহাড়! ইডেন গার্ডেন্সের কাছ থেকে গ্রেপ্তার পাচারকারী]

ঠিক কী ঘটেছিল? হঠাৎই বিমানের আসন বদলাতে অনুরোধ করা হয় চন্দনকে। তার পরেই ম্যাজিক। আসন বদলে বসার সঙ্গে সঙ্গেই চন্দনের সামনে উপস্থিত হন মাহি। চোখের সামনে প্রিয় ক্রিকেটারকে দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন চন্দন। তবে পাশে বসা ধোনির সঙ্গে আড্ডা শুরু করেন। ইনস্টাগ্রামে চন্দন লিখেছেন, “সাধারণত বিমানে উঠলেই ধোনি ঘুমিয়ে পড়ে। কিন্তু আমি যেই বলেছি আমিও রাঁচির বাসিন্দা, সঙ্গে সঙ্গে ঘুমের ব্যাঘাত ঘটিয়ে আড্ডা দিতে শুরু করেন ধোনি।” প্রায় আড়াই ঘণ্টা বিমানযাত্রার বেশিরভাগ সময়টাই আড্ডা দিয়েছেন তাঁরা।

ক্যাপ্টেন কুলের ব্যবসা থেকে শুরু করে জীবন দর্শন-সমস্ত নিয়েই আলোচনা করেছেন তাঁরা। এছাড়াও মাহি কী খেতে ভালোবাসেন, কোথায় বেড়াতে যান তা নিয়েও আড্ডা হয়েছে। কন্যা জিভাকে কীভাবে স্কুলে পৌঁছে দেন মাহি, নিজের পছন্দের বাইকগুলো কিভাবে সামলে রাখেন- সব নিয়েই ভক্তের সঙ্গে জমিয়ে আড্ডা দিয়েছেন। ভক্তের সঙ্গে ক্যাপ্টেন কুলের এই কথোপকথনের বিষয়টি ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। চন্দনকে সবচেয়ে সৌভাগ্যবান ভক্তের খেতাবও দিয়েছেন নেটিজেনরা।

[আরও পড়ুন: বিশ্বকাপের দশদিন আগে ফের ছুটিতে বুমরাহ, বদলে দলে বাংলার পেসার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement