সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোহিত শর্মার পর ভারতীয় দলের অধিনায়কত্বের ব্যাটন কার হাতে ওঠা উচিত? একাধিক তারকা লড়াইয়ে। কিন্তু সুনীল গাভাসকরের মনে কোনও সংশয় নেই। তিনি সোজা বলে দিচ্ছেন, রোহিতের পর ভারতের নেতা হওয়ার দৌড়ে সবার চেয়ে এগিয়ে জশপ্রীত বুমরাহই। অধিনায়ক বদল করতে হলে ব্যাটন ওঠা উচিত বুমরাহর হাতেই।
খারাপ ফর্মের জন্য বর্ডার-গাভাসকর ট্রফির শেষ টেস্ট থেকে নিজেকে সরিয়ে নেন রোহিত শর্মা। তাতে অনেকের মনেই ধারণা তৈরি হয়েছিল, রোহিত হয়তো লাল বলের ক্রিকেটকে এবার চিরতরে বিদায় জানাবেন। কিন্তু ভারত অধিনায়ক পরে নিজেই জানিয়ে দিয়েছেন, অবসর নিচ্ছেন না। খেলা চালিয়ে যেতে চান তিনি। তবে রোহিত যতই খেলা চালিয়ে যেতে চান, আগামী দিনে টেস্টে আদৌ রোহিতকে অধিনায়ক রাখা হবে কিনা, তা বড়সড় প্রশ্ন রয়েছে। তার চেয়েও বড় প্রশ্ন, রোহিতকে যদি অধিনায়কত্ব থেকে সরানো হয়, তাহলে পরবর্তী নেতা কে হবেন?
রোহিতের পরে টেস্ট অধিনায়ক হওয়ার দৌড়ে অন্তত জনা তিনেক রয়েছেন। এক নম্বরে অবশ্যই বুমরাহ। তিনিই এখন ভারতের সহ-অধিনায়ক। লড়াইয়ে রয়েছেন ঋষভ পন্থ, কে এল রাহুলরা। কোনও কোনও মহল থেকে বিরাট কোহলির নামও ভাসিয়ে দেওয়া হচ্ছে। সুনীল গাভাসকর অবশ্য ব্যাট ধরছেন বুমরাহর পক্ষেই। তিনি বলছেন, "বুমরাহকেই ভারতের পরবর্তী অধিনায়ক হিসাবে দেখতে পাচ্ছি। ও সামনে থেকে দলকে নেতৃত্ব দেয়। নেতা হওয়ার জন্য যা যা গুণ থাকা দরকার, সবই ওর মধ্যে রয়েছে।"
বুমরাহর প্রশংসায় গাভাসকর বলছেন, "কিছু কিছু অধিনায়ক ক্রিকেটারদের চাপে ফেলতে ভালোবাসে। কিন্তু বুমরাহ সেরকম নয়। ও কাউকে চাপে ফেলতে ভালোবাসে না। ও আশা করে বাকিরা নিজেদের কাজ ঠিকমতো করবে। তাছাড়া পেসারদের সঙ্গে ওঁর দারুন বন্ধুত্ব। মিড-অফ, মিড-অন, যেখানেই ফিল্ড করুক, বুমরাহ সব সময় পরামর্শ দিয়ে যায়।" গাভাসকর বুমরাহর পক্ষে জোরাল সওয়াল করছেন। অস্ট্রেলিয়া সফরে বুমরাহ নিজেও দেখিয়ে দিয়েছেন তিনি দলকে নেতৃত্ব দিতে তৈরি। তবে তাঁর বিপক্ষে যেটা যাচ্ছে সেটা হল ফিটনেস এবং ওয়ার্কলোড।