সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নরেন্দ্র মোদি স্টেডিয়ামে তুলকালাম। আইপিএলের (IPL 2024) ম্যাচ চলাকালীনই হাতাহাতিতে জড়িয়ে পড়লেন দর্শকদের একাংশ। জানা গিয়েছে, রবিবার ম্যাচ দেখতে গিয়েছিলেন রোহিত শর্মা (Rohit Sharma) ও হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) ভক্তরা। মুম্বই ম্যাচ হারতেই একে অপরের দিকে তেড়ে যান দুই ক্রিকেটারের ভক্তকুল। সেই ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
গত ডিসেম্বর মাসে রোহিতকে সরিয়ে হার্দিককে অধিনায়ক ঘোষণা করে মুম্বই ইন্ডিয়ান্স। সূত্রের খবর, মুম্বইয়ের কর্তারা হার্দিকের সঙ্গে তাঁর কামব্যাকের ব্যাপারে যোগাযোগ করেছিলেন। তখন নাকি তারকা অলরাউন্ডার স্পষ্ট জানিয়ে দেন যে, অধিনায়কের ব্যাটন হাতে তুলে দেওয়া হলেই, তিনি গুজরাট টাইটান্সকে (Gujarat Titans) বিদায় জানাবেন। সেই শর্ত মেনেই মুম্বইয়ে ফিরিয়ে আনা হয় হার্দিককে। কিন্তু এই সিদ্ধান্ত একেবারেই ভালোভাবে নেননি মুম্বই ভক্তরা। নয়া অধিনায়কের নাম প্রকাশের এক ঘণ্টার মধ্যেই টুইটারে মুম্বই ইন্ডিয়ান্সের ফলোয়ার সংখ্যা ৪ লক্ষ কমে গিয়েছিল।
[আরও পড়ুন: ইস্টবেঙ্গলের জার্সিতে প্রথম ম্যাচ, মোহনবাগানের পেনাল্টি রুখে নায়ক গৌরব]
আইপিএল শুরুর আগেই নানাভাবে দেখা যাচ্ছিল, মুম্বই ভক্তদের মধ্যে ফাটল ধরেছে। অনেকেই চাইছেন, মুম্বইয়ের নতুন অধিনায়ক যেন একেবারেই সফল হতে না পারেন। এহেন পরিস্থিতিতে টুর্নামেন্টের প্রথম ম্যাচে গুজরাট টাইটান্সের ঘরের মাঠ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে খেলতে নামে মুম্বই। শুরু থেকেই হার্দিককে উদ্দেশ্য করে কটুক্তি ভেসে আসে গ্যালারি থেকে। অর্থের লোভে গুজরাট ছেড়ে মুম্বইতে গিয়েছেন হার্দিক, এমন কথাও শোনা যায় দর্শকদের মুখে।
তবে অশান্তি চরমে ওঠে ম্যাচ শেষ হওয়ার পরে। যথেষ্ট সুবিধাজনক অবস্থায় থেকেও সহজ টার্গেট তাড়া করতে পারেনি মুম্বই। হাড্ডাহাড্ডি ম্যাচ মাত্র ৬ রানে জিতে নেয় গুজরাট। তার পরেই ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা। স্টেডিয়ামের মধ্যেই হার্দিকের ভক্ত আর রোহিতের ভক্তরা একে অপরের দিকে তেড়ে যান। মারপিট শুরু হয়ে যায় দুপক্ষের মধ্যে। সেই মুহূর্তের ভিডিও ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়। সেই ভিডিও দেখে নেটদুনিয়ার আক্ষেপ, একটা সিদ্ধান্তেই কীভাবে ভেঙে টুকরো হয়ে গিয়েছে মুম্বইয়ের ফ্যানবেস। তবে এই ভক্তদের বিরুদ্ধে এখনই কোনও ব্যবস্থা নেয়নি আহমেদাবাদ প্রশাসন।