সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কৃষক পরিবারের সন্তান। দারিদ্র নিত্যসঙ্গী। তাতে কী? মনে ছিল অদম্য ইচ্ছা ও কঠিন পরিশ্রমের ক্ষমতা। কার্যত দুইয়ের মেলবন্ধনে ভর করে সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় প্রথম হলেন মহারাষ্ট্রের নীলকৃষ্ণ গাজারে।
বৃহস্পতিবার, সর্বভারতীয় পরীক্ষা জেইই মেনের (JEE Main) ফলাফল বেরিয়েছে। পরীক্ষায় সর্বোচ্চ স্কোর করেছেন মহারাষ্ট্রের (Maharashtra) ওয়াসিম জেলার প্রত্যন্ত গ্রাম বেলখেদের বাসিন্দা নীলকৃষ্ণ। এলাকার প্রাথমিক স্কুল রাজেশ্বর কনভেন্টে পড়াশোনা করেন তিনি। প্রাথমিক পাঠ চুকিয়ে ভর্তি হন ওয়াসিম জেলার করঞ্জায় জেসি হাই স্কুলে। নীলকৃষ্ণের বাবা নির্মল গাজারে জানিয়েছেন, তাঁর ছেলে ছোট থেকেই পড়াশোনায় ভালো। খেলাধুলোতেও জাতীয় স্তরে প্রতিনিধিত্ব করেছেন। তিনি তীরন্দাজিতে জেলা ও জাতীয় স্তরের টুর্নামেন্টে অংশ নিয়েছেন ইতিমধ্যেই।
[আরও পড়ুন: বুলেটে ব্যালট রোখার ছক জেহাদিদের! ভোটের কাশ্মীরে খতম লস্কর জঙ্গি]
উচ্চমাধ্যমিকের পর নীলকৃষ্ণ ধ্যানেশ্বর মাসকুজি সায়েন্স কলেজে পড়াশোনা করছেন। আজকের এই ফলাফল একদিনে আসেনি। ১৯ বছর বয়সি নীলকৃষ্ণ জানিয়েছেন, তিনি প্রতিদিন ভোর ৪টেয় ঘুম থেকে ওঠেন। ২ ঘণ্টা পড়াশোনা করার পর প্রাণায়ম করেন। তার পর সকাল সাড়ে ৮টা থেকে আবার শুরু হয় লেখাপড়া। রাত ১০ টার মধ্যে ঘুম। পরের দিন আবার একই রুটিন।
'সোনার ছেলে' নীলকৃষ্ণের ইচ্ছা বম্বে আইআইটিতে (Indian Institute of Technology Bombay) পড়ার। বিজ্ঞানী হওয়ার লক্ষ্যে এগোবেন বলে জানিয়েছেন তিনি। তবে আপাতত জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সের জন্য পড়াশোনা করছেন।