সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পিসি চন্দ্র জুয়েলার্স-এর ৮৫ বছরের গৌরবময় জয়যাত্রায় নতুন মাইলফলক। পূর্ব ভারতের আইকনিক গয়না প্রস্তুতকারক সংস্থা এবার রানাঘাটে তাঁদের ৭০তম শোরুমের উদ্বোধন করল রবিবার। কলকাতা, দিল্লি, বেঙ্গালুরু, মুম্বই, গুয়াহাটি-সহ গোটা দেশজুড়ে ৬৯টি শোরুম ছিল এযাবৎকাল। সেই তালিকাতেই এবার নবতম সংযোজন রানাঘাট। দোল পূর্ণিমার আগে যা কিনা রানাঘাটবাসীর কাছে এক নতুন উপহার।

বিয়ে, রিসেপশন থেকে জন্মদিন, অন্নপ্রাশন, উৎসব-অনুষ্ঠানে গ্রাহকদের গয়না কেনার অন্যতম গন্তব্য পিসি চন্দ্র জুয়েলার্স। সোনা, রুপো, হিরের গয়না, কী চাই? চোখধাঁধানো কালেকশন নিয়ে সবসময়ে প্রস্তুত পূর্ব ভারতের জনপ্রিয় এই গয়না প্রস্তুতকারক সংস্থা। শুধু তাই নয়, গয়নার ডিজাইনেও রীতিমতো অন্যান্য সংস্থাগুলিকে টেক্কা দেয় পিসি চন্দ্র জুয়েলার্স। বিয়ে-রিসেপশনের গয়না মানেই অনেকে ভাবেন, ভারী হতে হবে। সেই প্রচলিত ধ্যানধারণা বদলে দিয়েছে এই সংস্থা। হালকা মানানসই গয়নাতেও কীভাবে অনন্যা হয়ে উঠবেন? জানতে হলে অবশ্যই ঢুঁ মারতে হবে পিসি চন্দ্র জুয়েলার্স-এর শোরুমে।
রানাঘাটে পিসি চন্দ্র জুয়েলার্স-এর শোরুম
জানা গেল, রানাঘাটের নতুন শোরুমটিকে তাঁরা সাজিয়েছেন রকমারি সম্ভারে। সেখানে ওয়েডিং কালেকশনের পাশাপাশি পেয়ে যাবেন রোজ পরার মতো নতুন ধরনের হালকা গয়নাও। সংস্থার জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর শ্রী শুভ্র চন্দ্র জানালেন, "হিরে, সোনা, প্ল্যাটিনামের পাশাপাশি জ্যোতির্বিদ্যা সংক্রান্ত পাথরও পেয়ে যাবেন আমাদের রানাঘাটের শোরুমে। পিসি চন্দ্র জুয়েলার্স স্পেশাল ঐতিহ্যবাহী কারুশিল্প এবং সমসাময়িক ডিজাইনের গয়নার কালেকশন রানাঘাটের বাসিন্দাদের কাছে আনতে পেরে আমরা খুবই আনন্দিত।" নারী-পুরুষ উভয়ের জন্য গয়না তো রয়েইছে, পাশাপাশি শিশুদের পরার মতো গয়নারও বিশেষ সম্ভার রয়েছে এই শোরুমে। ক্রেতাদের পছন্দের কথা মাথায় রেখে এখানে গয়নার নকশা আরও আধুনিক করে তোলা হয়েছে।