রমনী বিশ্বাস, তেহট্ট: টাকার বিনিময়ে নিজের তেরো বছরের মেয়েকে বিক্রি করে দেওয়ার অভিযোগ বাবার বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার তেহট্টের ১ নম্বর ব্লকের নাটনা পঞ্চায়েত এলাকায়। থানায় লিখিত অভিযোগ করেছেন নাবালিকার দিদি ও তার পরিবারের এক মহিলা। নাবালিকার মা, বাবা-সহ মোট পাঁচ জনের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। এখনও পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি বলেই খবর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তেহট্ট থানার নাটনা পঞ্চায়েত এলাকার বাসিন্দা তেরো বছরের ওই নাবালিকা। সম্প্রতি তার বাবার সঙ্গে পলাশিপাড়া থানার বার্নিয়া এলাকার এক ব্যক্তির পরিচয় হয়। এই পরিচয়ের পিছনে রয়েছে আরও এক পরিবার। অভিযোগকারীর বক্তব্য, গত বুধবার থেকে ওই নাবালিকা নিখোঁজ ছিল। এরপরই জানা যায়, বাবা-ই ঐ নাবালিকাকে বার্নিয়ার এক ব্যক্তির হাতে তুলে দেয়। নাবালিকার দিদির কথায়, তাঁর বাবা ওই ব্যক্তিদের সঙ্গে টাকার কথা বলেছিলেন এবং বার্নিয়ার একটি পরিবারের হাতে তুলে দেওয়ার কথাও জানান। ঐ পরিবার তাঁদের ছেলের সঙ্গে তাঁর বোনের বিয়ে দেয়!
[আরও পড়ুন: অভিনব প্রতিবাদ গোবরডাঙায়, জমা জলে বসে নোংরা জলেই স্নান বিজেপি কর্মীর!]
নাবালিকার দিদির দাবি, বার্নিয়ার ঐ যুবকের সঙ্গে নাবালিকার বিয়ের দিনেও নাকি তাঁদের বাবা যাননি। পরে নাবালিকাকে বাড়িতে নিয়ে আসার কথা বললেও অভিযুক্ত রাজি হননি। তাঁর আরও দাবি, বাবা নাকি মোটার টাকার বিনিময়ে বোনকে বিক্রি করে দিয়েছেন ওই পরিবারে। সেই কারণেই পুলিশের দ্বারস্থ হন তিনি। এরপরই সোমবার রাতে পলাশিপাড়া থানার সহায়তায় বার্নিয়ায় যুবকের বাড়িতে অভিযান চালায় পুলিশ। সকলে পালিয়ে গেলেও নাবালিকাকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে নাবালিকার বাবা, মা-সহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। অভিযুক্তরা সবাই পলাতক। তাঁদের খোঁজে তল্লাশি চলছে। কিন্তু অভিযোগকারী বাবার বিরুদ্ধে টাকার বিনিময়ে মেয়েকে বিক্রির অভিযোগ করেছেন, সে বিষয়ে এখনও কোনও তথ্য প্রমান মেলেনি বলেই খবর।