সুমন করাতি, হুগলি: পুজোর বিসর্জনে গিয়ে আর বাড়ি ফেরা হল না বাবা-ছেলের। বুধবার সকালে দুজনের নিথর দেহ ফিরল বাড়িতে। পুজো শেষে দুর্ঘটনায় শোকস্তব্ধ হুগলির শ্রীরামপুরে।
মঙ্গলবার অর্থাৎ দশমীর দিন জোয়ারের সময় হুগলির শ্রীরামপুরে গঙ্গারঘাটে পুজোর সামগ্রী বিসর্জন দিতে গিয়েছিলেন একই পরিবারের দুজন। তাঁদের নাম রবি নায়েক (৪৭) এবং রুদ্র নায়েক (১১)। তাঁরা শ্রীরামপুর পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। গতকাল সারা রাত তাঁদের হদিশ মেলেনি।
[আরও পড়ুন: বিদেশের নম্বর ব্যবহার করে জেলে বসে ছক! বিখ্যাত গয়নার দোকানে ডাকাতিতে গ্রেপ্তার মূলচক্রী]
একাদশীর সকালে শ্রীরামপুর ও রিষড়া এলাকার গঙ্গা থেকে দুজনের দেহ উদ্ধার করে বিপর্যয় মোকাবিলা বাহিনী। বুধবার বিকেলে তাঁদের নিথর দেহ ফিরল বাড়িতে। কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন। শোকের ছায়া এলাকাজুড়ে।
অন্যদিকে নবমীর রাতে বন্ধুদের সাথে ঠাকুর দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হয়নি কালনার যুবকের।মৃতের নাম টোটন সাঁতরা (২২)। তাঁর বাড়ি কালনা থানার কাশিমপুর এলাকায়। কীভাবে ওই যুবকের মৃত্যু হল তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। তাই এমনই এক রহস্যমৃত্যুর ঘটনায় কালনা থানা পুলিশের দ্বারস্থ হয়েছে মৃতের পরিবার। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। মৃতের সাথে থাকা বন্ধুদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। বুধবার কালনা হাসপাতালের মর্গ থেকে মৃতদেহ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।