shono
Advertisement
Uluberia

জমি বিবাদে বাবাও অন্ধ! ধারালো অস্ত্র দিয়ে কোপালেন ছেলেকে

ধৃতকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।
Published By: Suhrid DasPosted: 08:58 PM Jan 06, 2025Updated: 08:58 PM Jan 06, 2025

মণিরুল ইসলাম, উলুবেড়িয়া: জমি নিয়ে বাবা-ছেলের দীর্ঘ দিন থেকে বিবাদ। রবিবার রাতে সেই বিবাদ চরম আকার নিলে রক্তারক্তি কাণ্ড ঘটে গেল। ধারালো অস্ত্র দিয়ে নিজের ছেলেকেই কোপালেন বাবা! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাওড়ার উলুবেড়িয়ার রাজাপুর থানার ফুলতলা রাউতপাড়া এলাকায়।

Advertisement

পুলিশ জানিয়েছে, ধৃতের নাম শ্যামপদ রাউত। তিনি ছেলে গোপাল রাউতকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করেন। জমি নিয়ে বাবা-ছেলের ঝামেলা বহু দিনের। মাঝেমধ্যে সেই ঝগড়া চরম আকার নেয়। অভিযোগ, রবিবার রাতে বাবা-ছেলের ঝগড়া শুরু হয়। ঝগড়া থামলেও শ্যামপদ ধারালো অস্ত্র দিয়ে গোপালের উপর চড়াও হন‌। তার গলায় এবং কাঁধে একাধিক কোপ মারেন। পরিবারের অন্য সদস্যরা গিয়ে তাঁকে নিরস্ত্র করেন।

রক্তাক্ত গোপালকে উদ্ধার করে প্রথমে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুত্রবধূ জয়শ্রী রাউত অভিযোগের ভিত্তিতে পুলিশ শ্বশুর শ্যামাপদকে গ্রেপ্তার করে। সোমবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক ধৃতকে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। জমি নিয়ে বিবাদে বাবা ছেলেকে এভাবে আক্রমণ করবেন? সেই নিয়ে জোর গুঞ্জন চলছে এলাকায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জমি নিয়ে বাবা-ছেলের দীর্ঘ দিন থেকে বিবাদ।
  • সেই বিবাদ চরম আকার নিলে রক্তারক্তি কাণ্ড ঘটে গেল।
  • ধারালো অস্ত্র দিয়ে নিজের ছেলেকেই কোপালেন বাবা!
Advertisement