shono
Advertisement

Anis Khan Murder: আনিসের বাড়িতে উমর খালিদের বাবা, CBI তদন্তের পক্ষে করলেন সওয়াল

'সিটের উপর তাঁর আস্থা নেই', বলছেন আনিসের বাবা।
Posted: 06:04 PM Feb 22, 2022Updated: 06:35 PM Feb 22, 2022

মণিরুল ইসলাম, উলুবেড়িয়া: ছাত্রনেতা আনিস খানের (Anis Khan Murder) মৃত্যু ঘিরে উত্তাল গোটা রাজ্য। চলছে রাজনৈতির চাপানউতোর। এমন পরিস্থিতিতে আনিসের পরিবারের সঙ্গে দেখা করলেন আরেক নামজাদা ছাত্রনেতা তথা সিএএ বিরোধী আন্দোলনের অন্যতম মুখ উমর খালিদের বাবা। তিনি আবার ওয়েলফেয়ার পার্টির কেন্দ্রীয় সভাপতি নেতাও বটে। এদিন সিবিআই তদন্তের পক্ষেও সওয়াল করেন উমর খালিদের বাবা। এদিন জেএনইউর ছাত্রনেতা উমর খালিদও আনিসের বাবাকে ফোন করেন বলে খবর।

Advertisement

মঙ্গলবার সকালে আনিসের বাড়িতে আসেন উমর খালিদের (Umar Khalid) বাবা সৈয়দ কাশিম রসুল ইলিয়াস। মৃত ছাত্রের বাবা সালিম খানের সঙ্গেও কথা বলেন তিনি। জানান, দিল্লি থেকে আনিসের বাবার সঙ্গে দেখা করতে এসেছেন। ইলিয়াস আরও বলেন, “সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে দিল্লিতেও আন্দোলন হয়েছে। বহু তরুণ ছাত্র নেতা আন্দোলনে শামিল হয়েছিলেন। তাঁদের মধ্যে অনেকে গ্রেপ্তার হয়েছেন। আনিসও এরকমই উজ্বল ছাত্রনেতা। সাহসে ভর করে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে লড়েছিলেন।”

[আরও পড়ুন: মেডিক্যাল পড়ুয়াদের জন্য সুখবর, রাজ্যে বাড়ছে স্নাতকোত্তরের আসন]

ইলিয়াস জানিয়েছেন, “আনিসের মৃত্যু দুঃখজনক। সঠিক তদন্ত হওয়া উচিত।” এ নিয়ে ওয়েলফেয়ার পার্টি রাজ্য সরকারের উপর চাপ বাড়াবে বলেও জানান। অভিযুক্তদের সন্ধান না পেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দ্বারস্থ হলে ওয়েলফেয়ার পার্টি। প্রয়োজনে সিবিআইয়ের কাছেও যাবে তারা। এই ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধেও সরব হয়েছেন তিনি।

পাশাপাশি, আনিসের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানিয়েছেন উমর খালিদের বাবা। এদিকে আনিসের বাবা সালেম খানও এদিন জানিয়েছেন, “সিটের উপর আস্থা নেই। সিবিআই তদন্ত চাই।”

ইলিয়াসের সঙ্গে ছিলেন রাজ্য সভাপতি মনসা সেন, রাজ্যে সম্পাদক জালালউদ্দিন আহমেদ, জেলা সভাপতি সেখ সিরাজ আলি। তাঁরা আনিস খানের বাবাকে বলেন, “আমরা আপনার পাশে আছি,যতদিন পর্যন্ত আনিসের মৃত্যুর দোষীদের শাস্তি না হয়। আমরা প্রয়োজনে সমস্ত সহযোগিতা করব।” আনিসের বাবার হাতে এদিন ৫০ হাজার টাকার চেক তুলে দেন তাঁরা।

[আরও পড়ুন: দাদার নজর এড়িয়ে হবু বউদির সঙ্গে প্রেম ও সহবাস, বিয়ের পরই শ্রীঘরে ভাই]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার