shono
Advertisement

মমতা-সনিয়া সাক্ষাৎ সম্ভাবনায় সরগরম জাতীয় রাজনীতি

কেজরিওয়ালের সঙ্গেও আজ দেখা করবেন মমতা। The post মমতা-সনিয়া সাক্ষাৎ সম্ভাবনায় সরগরম জাতীয় রাজনীতি appeared first on Sangbad Pratidin.
Posted: 12:55 PM Mar 28, 2018Updated: 02:52 PM Jul 17, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনা প্রসূত ফেডারেল ফ্রন্টে কি কংগ্রেস অংশীদার? এটাই এখন বড় প্রশ্ন জাতীয় রাজনীতিতে। ইতিমধ্যেই দেশের প্রায় তামাম বিরোধী দলের নেতাদের সঙ্গে দেখা করে বৈঠক করেছেন মমতা। সনিয়া গান্ধীর সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্কও খুব ভাল। কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে কি কংগ্রেস পাশে থাকবে? এই প্রেক্ষিতেই বুধবার সন্ধেয় সনিয়া-মমতা সাক্ষাতের সম্ভাবনা। আর তা নিয়েই সরগরম জাতীয় রাজনীতি।

Advertisement

 সাম্প্রদায়িক বিজেপির বিদায় আসন্ন, দিল্লিতে হুঙ্কার মমতার ]

ত্রিপুরা জয়ের পরই উত্তরপ্রদেশে উপ নির্বাচনে হার। শিব সেনার হুমকি। টিডিপির জোট ছেড়ে যাওয়া। স্পষ্টতই বেকায়দায় আছে পদ্ম শিবির। ঠিক এই পরিস্থিতিতেই বিরোধী জোটকে ঐক্যবদ্ধ করতে কোমর বেঁধে নেমেছেন মমতা। ফেডারেল ফ্রন্টের স্বপ্ন তাঁর দীর্ঘদিনের। তবে রাজনৈতিক বাধ্যবাধকতায় তা বাস্তবের আলো দেখেনি। কিন্তু এবার বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে মমতা প্রায় একার উদ্যোগেই বৃহত্তর প্ল্যাটফর্ম তৈরিতে বদ্ধপরিকর। দিল্লি সফরে গিয়ে হেন কোনও বিরোধী নেতা নেই, যাঁর সঙ্গে তাঁর কথা হয়নি। শারদ পাওয়ার থেকে সঞ্জয় রাউত, বৈঠক করেছেন প্রায় সকলের সঙ্গেই। এদিকে নবান্নে কেসিআর-এর সঙ্গেও বৈঠক করেছেন। অখিলেশ-মায়াবতীকেও বৈঠকের খোলা চিঠি দিয়ে রেখেছেন। বিজেপিকে রুখতে তাঁর একের বিরুদ্ধে এক তত্ত্ব। ২০১৯ লোকসভা নির্বাচনকে এই মন্ত্রেই প্রায় বেঁধে ফেলেছেন মমতা। অর্থাৎ যে যেখানে শক্তিশালী, বিজেপির বিরুদ্ধে সে সেখানে রুখে দাঁড়াক। এই বিরোধী শক্তিগুলি আবার বৃহত্তর স্বার্থে একজোট হোক। এভাবেই ফেডারেল ফ্রন্ট দানা বাঁধবে। তবে বড় প্রশ্ন, এই ফ্রন্টে বা বিরোধিতায় কি কংগ্রেস শামিল হবে। অনেক বিরোধী দলের মত, কংগ্রেসকে বাদ দিয়েই বিরোধী শক্তি ঐক্যবদ্ধ হোক। কিন্তু মমতার মতো পোড়খাওয়া রাজনীতিক এখনই সমস্ত সম্ভাবনার দরজা বন্ধ করে দিতে চান।

 যোগীর নির্দেশ শিরোধার্য, খাকি উর্দি ছেড়ে ধুতি-পাঞ্জাবিতে পুলিশ ]

এবার দিল্লি সফরে গিয়ে সনিয়ার সঙ্গে তাঁর দেখা হওয়া প্রাথমিকভাবে ভেস্তে গিয়েছিল। সনিয়া অসুস্থতার কারণেই বিপত্তি বলে জানিয়েছিলেন মমতা। যদিও বুধবার সে সম্ভাবনা ফের মাথাচাড়া দিয়েছে। সূত্রের খবর, সন্ধেয় সনিয়া-মমতা সাক্ষাৎ হতে পারে। এর মধ্যে মেসেজ করে সনিয়ার খোঁজখবরও নিয়েছেন মমতা। আজ দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের সঙ্গেও তাঁর দেখা হওয়ার কথা আছে। সব মিলিয়ে মমতার একের পর এক বৈঠককে কেন্দ্র করে সরগরম জাতীয় রাজনীতি। আজকে সনিয়া-মমতা বৈঠকে কী ফলাফল হয়,তার উপর ভিত্তি করছে জোটের ভবিষ্যত। কংগ্রেসকে সঙ্গে নিয়ে, নাকি কংগ্রেসকে ছাড়াই জোট এগোবে তার ইঙ্গিত মিলতে পারে আজই।

The post মমতা-সনিয়া সাক্ষাৎ সম্ভাবনায় সরগরম জাতীয় রাজনীতি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement