shono
Advertisement

Breaking News

চিত্তরঞ্জন সেবা সদনে পড়ে গিয়ে প্রসূতির মৃত্যু,গাফিলতির অভিযোগ পরিবারের

হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। The post চিত্তরঞ্জন সেবা সদনে পড়ে গিয়ে প্রসূতির মৃত্যু,গাফিলতির অভিযোগ পরিবারের appeared first on Sangbad Pratidin.
Posted: 02:37 PM Nov 01, 2018Updated: 02:43 PM Nov 01, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাসপাতালে পড়ে গিয়ে প্রসূতির মৃত্যু। কাঠগড়ায় চিত্তরঞ্জন সেবা সদন । কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন মৃতার পরিবারের লোকেরা।

Advertisement

[ রানওয়েতে ঢোকার মুখে দুর্ঘটনা, বিমানে ধাক্কা জলের ট্যাঙ্কারের]

মৃতার নাম শর্মিষ্ঠা বসু ভট্টাচার্য। গত ২২ অক্টোবর প্রসব যন্ত্রণা নিয়ে চিত্তরঞ্জন সেবা সদন হাসপাতালে ভরতি হন ওই গৃহবধূ। পরিবারের লোকেরা জানিয়েছেন, পরের দিন অর্থাৎ ২৩ অক্টোবর অস্ত্রোপচার হয়। কন্যাসন্তানের জন্ম দেন শর্মিষ্ঠা। কিন্তু, অস্ত্রোপচারের পর সেলাই ছিঁড়ে রক্তক্ষরণ শুরু হয়। ফের অস্ত্রোপচার হয় শর্মিষ্ঠা বসু ভট্টাচার্যের। পরিবারের লোকের দাবি, বৃহস্পতিবার ভোরে শৌচাগার যান তিনি। কিন্তু, ডাকাডাকি করেও নার্স বা চিকিৎসককে পাওয়া যায়নি। এমনকী, শর্মিষ্ঠাকে দেখভালে জন্য যাঁকে রাখা হয়েছিল, সেই আয়াও আশেপাশে ছিলেন না। তাই বাধ্য হয়ে একাই বেড থেকে উঠে শৌচাগারে গিয়েছিলেন শর্মিষ্ঠা। বেরনোর সময়ে মাথা ঘুরে পড়ে যান তিনি। তার জেরেই ওই গৃহবধূর শারীরিক অবস্থার অবনতি হয়। বৃহস্পতিবার ভোরে মারা যান শর্মিষ্ঠা বসু ভট্টাচার্য। তাঁর মৃত্যুর খবর পেয়ে ক্ষোভে ফেটে পড়েন পরিজনেরা। চিত্তরঞ্জন সেবা সদন হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ করেছেন তাঁরা। যদিও এই ঘটনা নিয়ে মুখে কুলুপ এঁটেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

কয়েক মাসে একই ঘটনা ঘটেছিল নিউ আলিপুরের নার্সিংহোমে। সামান্য জ্বর নিয়ে নার্সিংহোমে ভরতি হয়েছিলেন শর্বাণী মজুমদার নামে এক গৃহবধূ। রাতে হাসপাতালের শয্যা থেকে পড়ে গিয়ে মারাত্বক আঘাত পান তিনি। মারা যান শর্বাণী। পরিবারের লোকেদের দাবি, ঘটনার সময়ে সেখানে ছিলেন কর্তব্যরত নার্স। কিন্তু ঘুমিয়ে থাকায় তিনি কিছুই জানতে পারেননি। চিকিৎসায় গাফিলতির অভিযোগে নিউ আলিপুরের ওই নার্সিংহোমে চত্বরে তুমুল বিক্ষোভ দেখান মৃতার পরিবারের লোকেরা।

[ ভোরে হিমেল পরশ থাকলেও এখনই বঙ্গে আসছে না শীত]

The post চিত্তরঞ্জন সেবা সদনে পড়ে গিয়ে প্রসূতির মৃত্যু,গাফিলতির অভিযোগ পরিবারের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement