shono
Advertisement

সোপিয়ানে নিজের বাড়ির সামনেই জঙ্গির গুলিতে নিহত মহিলা পুলিশ আধিকারিক

ঘটনার পর গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। The post সোপিয়ানে নিজের বাড়ির সামনেই জঙ্গির গুলিতে নিহত মহিলা পুলিশ আধিকারিক appeared first on Sangbad Pratidin.
Posted: 06:29 PM Mar 16, 2019Updated: 06:29 PM Mar 16, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের সন্ত্রাস হামলার শিকার দেশের নিরাপত্তারক্ষীরাই। নিজের বাড়ির সামনেই জঙ্গিদের হাতে গুলিবিদ্ধ হলেন এক মহিলা পুলিশের আধিকারিক।

Advertisement

ঘটনা জম্মু ও কাশ্মীরের সোপিয়ান জেলার। শনিবার দুপুর ২ টো ৪০ মিনিট নাগাদ ওই জেলার ভেহিল গ্রামে বাসিন্দা এসপিও খুশবু জানের উপর গুলি চালায় জঙ্গিরা। অত্যন্ত কাছ থেকে তাঁর উপর গুলি চালানো হয় বলে জানা গিয়েছে। গুরুতর আহত অবস্থায় সঙ্গে সঙ্গে তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিতসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। গোটা ঘটনার তীব্র নিন্দা করে জম্মু ও কাশ্মীর পুলিশ। তাদের তরফে জানানো হয়, “মহিলা পুলিশ আধিকারিকের চোট অত্যন্ত গুরুতর ছিল। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে বাঁচানো যায়নি। এমন সন্ত্রাসের ঘটনাকে ধিক্কার জানাচ্ছি। এমন কঠিন পরিস্থিতিতে তাঁর পরিবারের পাশে রয়েছি আমরা।” ঘটনার নিন্দা করেছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।

[দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে নামা সবাই চৌকিদার: নরেন্দ্র মোদি]

পুলওয়ামায় ভয়ংকর জঙ্গি হামলার পর থেকেই আরও উত্তপ্ত হয়ে উঠেছে জম্মু ও কাশ্মীর। বিশেষ করে পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় বায়ুসেনার এয়ারস্ট্রাইকের পর পাকিস্তানের ছটফটানি আরও বেড়েছে। লাগাতার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে চলেছে পাক সেনা। দেশের একাধিক সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করে চলেছে পাক ড্রোন। কিন্তু ভারতীয় সেনার উপস্থিতিতে প্রতিবারই তাদের প্রয়াস ব্যর্থ হয়েছে। এবার জঙ্গিদের গুলিতে নিজের বাড়ির সামনেই প্রাণ হারাতে হল পুলিশ আধিকারিককে। রাজ্য পুলিশের এসপিও পদে থাকা কর্মীদের মূল দায়িত্ব জঙ্গিদমন। কিন্তু জঙ্গিদের আক্রমণের মোকাবিলা করার কোনও সরকারি প্রশিক্ষণ তাঁদের দেওয়া হয় না। পাশাপাশি তাঁদের কোনও অস্ত্রও দেওয়া হয় না। তাই জঙ্গিদের হামলার সামনে নিজেকে বাঁচানোর কোনও উপায়ই ছিল না তাঁর। ঘটনার পর গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। জঙ্গিদের খোঁজে চলছে তল্লাশি।

The post সোপিয়ানে নিজের বাড়ির সামনেই জঙ্গির গুলিতে নিহত মহিলা পুলিশ আধিকারিক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement