সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনের আগে ফের বড়সড় সংঘর্ষ ছত্তিশগড়ে৷ মঙ্গলবার সুকমার বিমাপুরম এলাকায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ হয়েছে চারজন মাওবাদী৷
পুলিশ সূত্রে খবর, সোমবার রাতেই ওই এলাকায় মাওবাদীদের লুকিয়ে থাকার খবর পাওয়া যায়৷ তারপরই দ্রুত কষে ফেলা হয় অপারেশনের ছক৷ পুলিশ ও সিআরপিএফের যৌথ বাহিনী বিমাপুরম জঙ্গলে শুরু করে চিরুনি তল্লাশি৷ নিরাপত্তারক্ষীদের উপস্থিতি জানতে পেরে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা৷ পালটা জবাব দেন জওয়ানরা৷ শুরু হয় গুলির লড়াই৷ এখনও পর্যন্ত চারজন মাওবাদীর দেহ পাওয়া গিয়েছে বলে খবর৷ উগ্রপন্থীদের ডেরা থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণের অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক৷ এর মধ্যে রয়েছে একটি ইনসাস অটোমেটিক্ রাইফেল ও দুটি ৩০৩ রাইফেল৷ পাশাপাশি বেশ কিছু নিষিদ্ধ বই ও নথিও পাওয়া গিয়েছে মাওবাদীদের ডেরা থেকে৷ এখনও ওই এলাকা জুড়ে চলছে তল্লাশি৷ নিরাপত্তারক্ষীরা মনে করছেন, কমপক্ষে ১৫ থেকে ২০ জন মাওবাদী রয়েছে ওই এলাকায়৷ রাতের অন্ধকারে অনেকেই গা ঢাকা দিতে সক্ষম হয়েছে৷
পুলিশের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, লোকসভা নির্বাচনে নাশকতার ছক কষতেই জমা হয়েছিল মাওবাদীরা৷ তাই এদিনের অভিযানে বড়সড় বিপদ এড়ানো গিয়েছে৷ এমনিতেই মধ্য ভারতের একাধিক রাজ্যে নির্বাচন বয়কট করেছে মাওবাদীরা৷ তার মধ্যে রয়েছে ছত্তিশগড়ও৷ বিশেষ করে সুকমায় মাও দাপট বরাবরই চিন্তিত করেছে প্রশাসনকে৷ প্রসঙ্গত, নিরাপত্তারক্ষীদের বিভ্রান্ত করতে এবার নয়া পন্থা নিয়েছে মাওবাদীরা৷ ঘন জঙ্গলে কুশপুতুল দিয়ে জওয়ানদের বিভ্রান্ত করার চেষ্টা করছে মাওবাদীরা৷ ওই পুতুলগুলির কাছাকাছি এলাকার মাটিতে আইইডি বিস্ফোরক পুঁতে রাখে মাওবাদীরা৷ যাতে জঙ্গলে টহলদারির সময় ভুল করে এগুলির উপর নিরাপত্তারক্ষীদের পা পড়ে এবং সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে৷ সব মিলিয়ে মাওবাদীদের নয়া চালে কিছুটা হলেও উদ্বিগ্ন প্রশাসন৷
[আরও পড়ুন: যুদ্ধের অভিমুখ বদলাবে চিনুক, বায়ুসেনার হাতে ‘হেভি লিফ্ট’ হেলিকপ্টার]
The post নির্বাচনের আগে সংঘর্ষে কাঁপল ছত্তিশগড়, গুলির লড়াইয়ে নিকেশ ৪ মাওবাদী appeared first on Sangbad Pratidin.