সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনকয়েক আগেও হতাশ হয়ে ঘুরতে দেখা গিয়েছে কলকাতার ফুটবল সমর্থকদের। যুব বিশ্বকাপের অনলাইন টিকিট বিক্রি শুরু হলেও মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই শেষ হয়ে গিয়েছিল যুবভারতীর সব টিকিট। ফলে সিজন টিকিট কাটতে পারেননি কলকাতার বেশিরভাগ সমর্থক। তবে তাঁদের জন্য ফের সুখবর নিয়ে এল ফিফা। আরও একবার সিজন টিকিটের ব্যবস্থা করল ফিফা ও যুব বিশ্বকাপের লোকাল অর্গানাইজিং কমিটি।
[বান্ধবীর কোমর জড়িয়ে ডান্স ফ্লোর মাতালেন লিও মেসি]
শুধু যুবভারতীই নয়। কলকাতা, গুয়াহাটি ও কোচির সমর্থকদের জন্য থাকছে আরও একবার টিকিট কাটার সুযোগ। বুধবার দুপুর থেকে অনলাইনে পাওয়া যাচ্ছে যুব বিশ্বকাপের টিকিট। প্রথম পর্যায়ের টিকিট বিক্রি শেষ হবে শুক্রবার। এক বার্তায় ফিফার ডেপুটি সেক্রেটারি জেনারেল জোনিমির বোবান জানিয়েছেন, “এই তিন ভেন্যুর টিকিটের চাহিদা দেখে আমরা অভিভূত। তাই নতুন করে টিকিট বিক্রির ব্যবস্থা করা হচ্ছে।” আবার ড্রয়ের পর শুরু হবে দ্বিতীয় পর্যায়ের টিকিট বিক্রি। ৭ জুলাই থেকে ২১ জুলাইয়ের মধ্যে টিকিট কাটতে হবে। তবে সেই সুযোগটি পাবেন শুধুমাত্র VISA কার্ড হোল্ডাররা।
[ক্রিকেটার হয়ে ওঠার কৃতিত্ব ঝুলনকেই দিচ্ছেন এই পাক তারকা]
পুজোর পরই প্রথমবার ভারতে বসতে চলেছে যুব বিশ্বকাপের আসর। যা নিয়ে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে। বিশ্বের তাবড় তাবড় দেশের বিরুদ্ধে খেলবে ভারত। ইতিমধ্যেই বিদেশে বিভিন্ন ম্যাচ খেলে চলছে তারই প্রস্তুতি। যুব বিশ্বকাপের আগে আবার দ্বিতীয়বারের জন্য এ দেশে পা রাখার কথা ফুটবলের রাজপুত্র দিয়েগো মারাদোনার। সৌরভ গঙ্গোপাধ্যায়ের দলের বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচও খেলবেন তিনি। অর্থাৎ তখন থেকেই ফুটবল জ্বরে ভুগতে শুরু করে দেবেন সমর্থকরা। এর পাশাপাশি যুব বিশ্বকাপের প্রচারে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে অলিম্পিকে রুপো জয়ী শাটলার পিভি সিন্ধু। সমর্থকদের টিকিট কেটে মাঠে বসে ইতিহাসের সাক্ষী হতে আহ্বান জানিয়েছেন হায়দরাবাদি ব্যাডমিন্টন তারকাও।
টিকিট কাটতে ক্লিক করুন এই লিঙ্কে।