সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোটা বিশ্বের ফুটবলপ্রেমীদের চোখ ভিজেছে লিও মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর স্বপ্নভঙ্গের শোকে৷ তাঁরা মহান-কীর্তিমান৷ তাঁদের পায়ের ছোঁয়ায় জাদু লুকিয়ে৷ তাঁরা বলে পা দিলেই সোনা ফলে৷ তাঁদের শো-কেসে সুসজ্জিত ব্যালন ডি’অরই তাঁদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দেয়৷ তাই বিশ্বকাপ থেকে তাঁদের অকাল বিদায়ের পরও যেন সকলে বলে ওঠেন, যেতে নাহি দিব৷ মেসি-রোনাল্ডো-ইনিয়েস্তাদের চলে যাওয়ায় বিশ্বকাপের জৌলুস ম্রীয়মান৷ তাঁদের ছাড়া যে এত বড় মহারণ ভাবাই যায় না! তাই ছিটকে গিয়েও রয়ে গিয়েছেন তাঁরা ফুটবল মহলের চর্চায়৷ তবে চর্চার মধ্যে আরও একটি জায়গা করে নেয় মাঝেমধ্যে৷ কিন্তু শ্রেষ্ঠত্বের জয়গান গাইতে নয়, নেহাতই মশকরা করতে৷ তাঁর ‘নাটক’ বা ‘অভিনয়’ নিয়ে শুধু নেটদুনিয়া কেন, গোটা বিশ্বেই হাসি ঠাট্টার জোয়ার উঠেছে৷ তিনি নেইমার জুনিয়র৷
[ভাগ্যের কাছে হার জাপানের, দুর্দান্ত কামব্যাক করে শেষ আটে বেলজিয়াম]
বড্ড নাটক করে ছেলেটা৷ এবার এটা বন্ধ করা উচিত৷ আর পাঁচজনের মতোই এবার এ পরামর্শ দিলেন কিংবদন্তি মারাদোনাও৷ এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে ফুটবলের রাজপুত্র বলেন, “নেইমারও একজন বড় তারকা৷ তবে এখনও ওর অনেক খামতি রয়েছে৷ তাও ওকে তারকা বলাই যায়৷ কিন্তু ওকে বুঝতে হবে মাঠে অতিরিক্ত ডাইভ দিলে হলুদ কার্ড দেখতে হয়৷ এখন তো আবার ভিএআর পদ্ধতিও রয়েছে৷ কোস্টারিকার বিরুদ্ধে ইতিমধ্যেই একটা কার্ড দেখেছে৷ তাই নেইমারের ‘সস্তা’র নাটক কম করা উচিত৷”
চলতি বিশ্বকাপে ইতিমধ্যেই দু’টি গোল করে ফেলেছেন৷ মেসি-রোনাল্ডো-মুলাররা যখন অঘটনের গেড়োয় পড়ে বিদায় নিয়েছেন, তখন বিশ্বকাপে বিজয়রথ ছুটিয়ে চলেছেন নেইমার৷ সোমবার মেক্সিকোর বিরুদ্ধে ফিরমিনোর গোলের নেপথ্যেও ছিল সেই ব্রাজিলীয় পোস্টার বয়েরই মাপা পাস৷ তা সত্ত্বেও বেশ মেপেই তাঁর জয়গান গাওয়া হয়৷ বয়স তো অল্প৷ পাছে অত্যধিক প্রশংসায় অতিরিক্ত আত্মবিশ্বাসে ভোগেন! অথচ দেশের জার্সি গায়ে দুই ভিনগ্রহের তারকার থেকে ইতিমধ্যেই বেশি সাফল্য ঝুলিতে ভরেছেন এই ২৬ বছরের ছোকরা৷ তাতে কী? ‘ঈশ্বর’ হতে এখনও তাঁর ঢের দেরি৷ আদৌ হতে পারবেন কি না, তাও জানা নেই৷ তাই ফুটবল সরিয়ে চর্চায় উঠে আসে তাঁর অভিনয় দক্ষতা৷ তৈরি হয় হাজারো মিম৷ এমনকী গতকাল যে চোট তিনি পেয়েছেন, তাকেও নাটকের তালিকাতেই ফেলা হয়েছে৷ কিন্তু ক্যামেরা যে মিথ্যে বলে না৷ সেখানেই স্পষ্ট তাঁর পায়ের উপর কীভাবে বুট পরা পা নিয়ে দাঁড়িয়ে ছিলেন বিপক্ষের ফুটবলার৷
[মেক্সিকান ওয়েভ থামিয়ে বিশ্বকাপের শেষ আটে নেইমাররা]
তবে প্যারিজ সাঁ জাঁ স্ট্রাইকার নিজেকে এসব থেকে দূরে রাখতেই ভালবাসেন৷ তাঁর লক্ষ্য স্থির৷ দলকে কাঙ্খিত জয় এনে দেওয়া৷ প্রি-কোয়ার্টার জয়ের পর নেইমার বলছেন, “ম্যাচটা কঠিন ছিল৷ প্রতিপক্ষ যে শক্তিশালী, তা জানতাম৷ তাই আমাদের ভুগতে শিখতে হবে৷” তবে শিষ্যের পারফরম্যান্সে দারুণ খুশি কোচ তিতে৷ বলেন, “দুর্দান্ত কোনও অ্যাথলিটেরও সম্পূর্ণভাবে খেলায় ফিরতে চার-পাঁচটা ম্যাচের দরকার হয়৷ কিন্তু গত ম্যাচেও দুর্দান্ত খেলেছিল৷ এই ম্যাচেও আবার তার ঝলক দেখা গেল৷”
The post ‘বড্ড নাটক করে ছেলেটা’, জয়ের কারিগর হয়েও শুধু সমালোচিতই হবেন নেইমার? appeared first on Sangbad Pratidin.