shono
Advertisement

রাশিয়ায় কীসের আতঙ্ক তাড়া করছে ফুটবলপ্রেমীদের?

OMG! The post রাশিয়ায় কীসের আতঙ্ক তাড়া করছে ফুটবলপ্রেমীদের? appeared first on Sangbad Pratidin.
Posted: 04:15 PM Jul 01, 2018Updated: 04:45 PM Jul 01, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মস্কোর রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আস্ত কঙ্কাল৷ কিংবা, শাকচুন্নির মতো কেউ আপনার সামনে হঠাৎ চলে এল৷ ভয় পাওয়াটাই স্বাভাবিক, বিশেষ করে যারা একটু ভূতে-টুতে বিশ্বাস করেন আর কি৷ মস্কোবাসীরও এখন তেমনই অবস্থা৷ কিন্তু ব্যাপারটা কী? আসলে গতকাল মস্কোতেই চিরাচারিত ‘ডে অফ ডেথ’ প্রথা পালন করেছে মেক্সিকানরা, আর সেজন্যই যত কাণ্ড৷

Advertisement

[সমাজকল্যাণে ম্যাচ ফি দান করছেন ফ্রান্সের তরুণ নায়ক এমবাপে]

বছরের পর বছর ধরে মেক্সিকোয় পালিত হয়ে আসছে ‘ডে অফ ডেথ’৷ এই দিন পরিবারের মৃতদের স্মরণ করার জন্য ভূত সেজে নাচা-গানা করে থাকেন মেক্সিকানরা৷ নিজেদের ঘরানার নাচ গান শেষে শহরের রাস্তায় রীতিমতো প্যারেড করেন ভূত-বেশধারীরা৷ মেক্সিকো সিটিতে এ চেনা ছবি৷ কিন্তু এবারে যেহেতু বিশ্বকাপ দেখতে রাশিয়ায় গিয়েছেন প্রচুর মেক্সিকান, আর ডে অফ ডেথের দিনটিও পড়েছে বিশ্বকাপের মধ্যেই, তাই মস্কোতেই এলাহি আয়োজন করে বসেছেন তাঁরা৷

প্রথমে প্রথামতো ভূতের বেশে মস্কোতে নির্দিষ্ট জায়গায় আয়োজন করা হয় মেক্সিকান ড্যান্সের৷ যেখানে মিউজিশিয়ান আনা হয়েছিল মেক্সিকো থেকে উড়িয়ে৷ এরপর একটি প্যারেডেরও কথা ছিল৷ কিন্তু অনুমতি মেলেনি স্থানীয় প্রশাসনের৷ অগত্যা অগোছালোভাবেই শহর ঘুরেছে কঙ্কাল, ব্রহ্মদত্যি, মামদোদের দল৷ আর তাতে নাকি বেজায় ভয় পেয়েছেন মস্কোবাসীর একাংশ৷ কেউ কেউ তো জ্যান্ত ভুতেদের ছবি তুলে টুইটও করেছেন৷

[বিশ্বকাপ যাবে আসবে, বেঁচে থাক স্পোর্টসম্যান স্পিরিট]

এসব আয়োজনের মধ্যে অবশ্য মেক্সিকোর ফুটবলাদের ডাকা হয়নি৷ তাদের ‘ডে অফ ডেথ’-এ অংশ নিতে বারণ করেছেন কোচ৷ আসলে সোমবারই পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের বিরুদ্ধে প্রি-কোয়ার্টারে মাঠে নামছে মেক্সিকো৷ তাই কোচ আপাতত চাইছেন শুধু ফুটবলেই মন দিক খেলোয়াড়রা৷

The post রাশিয়ায় কীসের আতঙ্ক তাড়া করছে ফুটবলপ্রেমীদের? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement