shono
Advertisement

তাঁর অবসরে আরও গরিব হবে মিশরের ফুটবল, সমর্থকদের বোঝালেন সালাহ

ভক্তদের কাছে ক্ষমা চাইলেন মিশরীয় মেসি৷ The post তাঁর অবসরে আরও গরিব হবে মিশরের ফুটবল, সমর্থকদের বোঝালেন সালাহ appeared first on Sangbad Pratidin.
Posted: 09:39 AM Jun 26, 2018Updated: 10:09 AM Jun 26, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৮৪ বছরের খরা কাটল সোমবার৷ ইজিপ্সিয়ান তারকা হিসেবে ওপেন প্লে পজিশন থেকে প্রথমবার বিশ্বকাপের মঞ্চে গোল করলেন মহম্মদ সালাহ৷ কিন্তু এরপরের দৃশ্যটা সমর্থকদের ভাবনার সঙ্গে একেবারেই মিলল না৷ চলতি বিশ্বকাপের দ্বিতীয় গোল করার পর উচ্ছ্বাসের ছিটেফোঁটা চোখে পড়ল না৷ বেশ নির্লিপ্ত দেখাল লিভারপুল স্ট্রাইকারকে৷ সতীর্থদের সঙ্গে হাত মিলিয়ে শুধু উপরওয়ালাকে ধন্যবাদ জানালেন, ব্যস৷ অথচ গোল করে দলকে এগিয়ে দেওয়ার পর যে কোনও ফুটবলারের বডি ল্যাঙ্গুয়েজই পালটে যায়৷ সেলিব্রেশনে মেতে ওঠেন গোলদাতা৷ কিন্তু সালাহ নিজেকে গুটিয়ে আলাদা করে রাখলেন সকলের থেকে৷ আর এখানেই উঠেছে প্রশ্ন, কেন এমনটা করলেন তিনি? এভাবেই কি কোনও ইঙ্গিত দিয়ে রাখলেন?

Advertisement

[মরক্কোর কাছে আটকে গিয়েও গ্রুপ শীর্ষে থেকে নক-আউটে স্পেন]

দিনকয়েক আগে চেচনিয়ার রাজনৈতিক নেতা রমজান কাদিরভের সঙ্গে সালাহর একটি ছবি ছড়িয়ে পড়ে৷ রাশিয়ার চেচেন প্রদেশেই মিশরের শিবির৷ সেখানেই কাদিরভের সঙ্গে দেখা হয়, ছবিও তোলেন সালাহ৷ চেচেন বিদ্রোহে একসময় অতিষ্ঠ ছিল রাশিয়া৷ আলাদা দেশ দাবি করেছিল তারা৷ পুতিন অবশ্য সে বিদ্রোহ শান্ত করেছেন৷ এই বিতর্কিত চেচেন নেতার সঙ্গে সালাহর ছবি ছড়িয়ে পড়তেই বিতর্ক দেখা দেয়৷ দেশের সংবাদমাধ্যম থেকে মিশরের ফুটবল ফেডারেশন, সকলেই এই ছবিটিতে সঙ্গে রাজনৈতিক রং লাগিয়ে দেয়৷ বলা হয়, তাহলে কি বিতর্কিত নেতার পাশেই দাঁড়াচ্ছেন মিশর তারকা? অকারণ এমন বিতর্কে বেশ বিরক্তই ছিলেন সালাহ৷ তারপরই শোনা যায়, দেশের জার্সি গায়ে হয়তো অবসরই ঘোষণা করতে চলেছেন তিনি৷ আর এদিন গোলের পর উচ্ছ্বাস প্রকাশ না করায় সেই সন্দেহই জোরাল হয় আরও৷ অনেকেই প্রশ্ন তুলেছেন, মিশরের প্রতি কি এতটাই বীতশ্রদ্ধ হয়ে উঠেছেন, যে তাদের হয়ে গোল করে সেলিব্রেটও করবেন না৷ সালাহর এমন উদাসীন ভাব চিন্তায় ফেলে দিয়েছে তাঁর ভক্তদের৷ যদিও এখনও পর্যন্ত অবসরের সিদ্ধান্তের কথা প্রকাশ করেননি ইজিপ্সিয়ান জাদুকর৷ তবে সৌদি আরবের বিরুদ্ধে দুর্দান্ত কিছু স্কিল দেখিয়ে বুঝিয়ে দিয়েছেন, তিনি বুট জোড়া তুলে রাখলে অনেকখানি গরিব হবে মিশরের ফুটবল৷ তাদের ফুটবলের কঙ্কালসার চেহারাটা তখন বেশ দৃষ্টিকটূই হবে৷ তাই ফুটবল মহলের আশা, এরপর হয়তো সালাহকে নিয়ে বিতর্কে ইতি টানবে তাঁর দেশ৷

[আশা জাগিয়েও হতাশ করলেন সালাহ, সব ম্যাচ হেরেই বিশ্বকাপ থেকে বিদায় মিশরের]

চলতি বিশ্বকাপে সালাহ জোড়া গোল পেলেন ঠিকই, কিন্তু জয়ের কোনও ইতিহাস খোদাই করা হল না ফারাওদের৷ গ্রুপ পর্বের তিনটি ম্যাচে পরাস্ত হয়েই বাড়ি ফিরতে হচ্ছে সালাহদের৷ আর তাই সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছেন তিনি৷ বলেন, “ইজিপ্টের ভক্তদের কাছে আমরা ক্ষমাপ্রার্থী৷ বিশেষ করে যারা সুদূর রাশিয়ায় এসে আমাদের তিনটি ম্যাচে সমর্থন করেছে৷ আমাদের মতো এই ফলাফল মেনে নেওয়াটা তাদের কাছেও কঠিন৷ শুধু এটুকুই বলতে চাই, ২৮ বছর পর বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছিল মিশর৷ অনেকেরই এই মঞ্চে খেলার মতো অভিজ্ঞতা নেই৷ তবে সকলকে ধন্যবাদ৷ আশা করি পরের বিশ্বকাপে (২০২২) ফিরব আমরা৷”

The post তাঁর অবসরে আরও গরিব হবে মিশরের ফুটবল, সমর্থকদের বোঝালেন সালাহ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement