shono
Advertisement
Bohurupi

'বহুরূপী'র অস্ট্রেলিয়া জয়, সিডনি, মেলবোর্ন, নিউজিল্যান্ডেও হাউসফুল

একদিকে অস্ট্রেলিয়ার পারথে ভারতীয় ক্রিকেট টিমের অসাধারণ পারফরমেন্স, আর সেইসঙ্গে 'বহুরূপী'রও বাজিমাত।
Published By: Sandipta BhanjaPosted: 04:54 PM Nov 24, 2024Updated: 05:05 PM Nov 24, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে অস্ট্রেলিয়ার পারথে ভারতীয় ক্রিকেট টিমের অসাধারণ পারফরমেন্স, আর সেইসঙ্গে 'বহুরূপী'রও (Bohurupi) বাজিমাত। সিডনি, মেলবোর্ন, নিউজিল্যান্ড সব জায়গায়র প্রেক্ষাগৃহে দু করে শো রয়েছে। সব কটাই হাউসফুল। দেশের পাশাপাশি বিদেশের মাটিতেও ছক্কা হাঁকাচ্ছেন নন্দিতা-শিবপ্রসাদ।

Advertisement

রিলিজের দেড় মাস বাদেও কলকাতা, শহরতলী মিলিয়ে ৯৭টি প্রেক্ষাগৃহে শো ধরে রেখেছে 'বহুরূপী'। সেই অঙ্কটা যে বাংলার সিনেবাজারে বিরাট, তা বোধহয় আর আলাদা করে উল্লেখ করার প্রয়োজন হয় না। উচ্ছ্বসিত শিবপ্রসাদের মন্তব্য, "সপ্তম সপ্তাহেও হল সংখ্যা ৯৭। 'বহুরূপী' এই সপ্তাহেই ৫০ দিন পূর্ণ করতে চলেছে। আমাদের কেরিয়ারে এত সংখ্যক হল নিয়ে এর আগে কোনও সিনেমা পঞ্চাশ দিন ধরে ব্যাটিং করতে পারেনি।" যার জন্য দর্শকদের পাশাপাশি সমস্ত হল মালিকদেরও ধন্যবাদ জানালেন পরিচালক-অভিনেতা। পরিবেশক বাবলু দামানির প্রতিও কৃতজ্ঞতা স্বীকার করেছেন তিনি। দিন কয়েক আগেই 'বহুরূপী'র সিক্যুয়েলের ইঙ্গিত দিয়েছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়।

আসলে ছবির গল্পের শেষে সিক্যুয়েলের ইঙ্গিত রেখেছেন পরিচালকজুটি নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়। দেখা গিয়েছে, ডাকাত বিক্রমের ফন্দিতে নাজেহাল বড়বাবু। এদিকে বিক্রমের স্ত্রী ঝিমলিও অন্তঃসত্ত্বা। পরিচালক গল্পে এমন ট্যুইস্ট দিয়েছেন যে জেল জুটল বড়বাবু আবির চট্টোপাধ্যায়ের কপালে। এরপরই অট্টহাসি বিক্রমের। 'বহুরূপী' যাঁরা দেখে ফেলেছেন, এযাবৎকাল গল্পটা তাঁদের সকলেরই জানা। ঠিক এখান থেকেই শুরু হতে পারে সিক্যুয়েলের গল্প। পরের পর্বে চোর-পুলিশ বিক্রম বনাম বড়বাবুর ইঁদুরদৌড় কোন পর্যায়ে পৌঁছয়, সেটাই দেখার। দর্শকরা ইতিমধ্যেই সিনেমা দেখে পরিচালকদ্বয়ের কাছে আর্জি জানিয়েছেন পার্ট টু নিয়ে আসার। সিনেমা দেখে বেরিয়েও যে তাঁরা 'বহুরূপী'র ঘোরে রয়েছেন, স্ক্রিনশট পোস্ট করে উচ্ছ্বাস প্রকাশ করলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। আর সেই সঙ্গেই পার্ট ২-এর ইঙ্গিত দিলেন।

সোশাল মিডিয়ায় দর্শকদের 'বহুরূপী'র সিক্যুয়েল আনার আবদারের কথা জানিয়ে আবির চট্টোপাধ্যায়কে (Abir Chatterjee) ট্যাগ করেছেন শিবপ্রসাদ। ক্যাপশনে লেখা- 'বড়বাবু, সবাই কি বলছে দ্যাখেন। পার্ট টু পার্ট টু করছে...।' পরিচালকের এমন পোস্টে অনুরাগীরাও আশার আলো দেখছেন। এদিকে বাংলার বক্স অফিসে বিজয়রথ ছোটানোর পর দেশের বিভিন্ন প্রান্তে মুক্তি পেয়েছে 'বহুরূপী'। দর্শক, সিনেসমালোচকদের কলমে বসানো ঝকঝকে মার্কশিট নিয়ে এবার কাঁটাতার পেরিয়ে বাংলাদেশে পৌঁছতে চলেছে নন্দিতা-শিবপ্রসাদের ছবি। ডিসেম্বরেই পদ্মাপারের শীতকালীন প্রেক্ষাগৃহে পা দেওয়ার কথা 'বহুরূপী'র। তার প্রাক্কালে অস্ট্রেলিয়া থেকেও হাউসফুল শোয়ের খবর এল। এভাবেই বোধহয় বিদেশের মাটিতেও বাংলা সিনেমাকে জিতিয়ে দিলেন নন্দিতা-শিবপ্রসাদ।

শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) ও ননীচোরা দাস বাউল যতই বলছেন ‘বেশি তাকাস না’, ততই মানুষ বেশি করে দেখছেন। কী দেখছেন? ‘বহুরূপী’র কাণ্ডকারখানা। মাল্টিপ্লেক্স তো বটেই সিঙ্গল স্ক্রিনেও জনজোয়ার। একাধিকবার প্রেক্ষাগৃহে দর্শকরা পা রাখছেন নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত সিনেমার টানে। পুজোর সময়ে ছক্কা হাঁকিয়েছে, পুজোর পরও হল ভরাচ্ছে 'বহুরূপী'। প্রেক্ষাগৃহ থেকে বেরিয়েও 'ছ্যাঁচড়াপুরের বিক্রমে'র ঘোর কিছুতেই যেন কাটতে চাইছে না দর্শকদের! এবার তাঁরা পার্ট ২ চাইছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • একদিকে অস্ট্রেলিয়ার পারথে ভারতীয় ক্রিকেট টিমের অসাধারণ পারফরমেন্স, আর সেইসঙ্গে 'বহুরূপী'রও বাজিমাত।
  • সিডনি, মেলবোর্ন, নিউজিল্যান্ড সব জায়গায়র প্রেক্ষাগৃহে দু করে শো রয়েছে। সব কটাই হাউসফুল।
  • রিলিজের দেড় মাস বাদেও কলকাতা, শহরতলী মিলিয়ে ৯৭টি প্রেক্ষাগৃহে শো ধরে রেখেছে 'বহুরূপী'।
Advertisement