সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুরুতর অসুস্থ টলি অভিনেতা দীপক হালদার (Dipak Haldar)। বেশ কিছুদিন ধরে হৃদরোগে ভুগছেন তিনি। অভিনেতার চিকিৎসার জন্য সোশ্যাল মিডিয়ায় সবাইকে পাশে দাঁড়ানোর আরজি জানালেন পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্য (Pradipta Bhattacharyya )।
মঙ্গলবার ফেসবুকে এক পোস্টে পরিচালক প্রদীপ্ত জানান, ‘দীপকদা পেশায় অভিনেতা। থিয়েটার, সিনেমা, সিরিজে বহুদিনের ভেটারান বলা চলে। আমাদের বিরহীতে বোম বলাইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন। বেশ কিছুদিন যাবত ওঁর গুরুতর হার্টের সমস্যা দেখা দিয়েছে। স্টেন্ট বসাতে হবে, অথবা বাইপাস সার্জারি করতে হবে। বিগত কয়েকদিন ধরে উনি এন আর এস এবং ক্যালকাটা মেডিক্যাল কলেজে ভর্তি হওয়ার চেষ্টা করেছেন, পারেননি। বেসরকারি হসপিটালে অনেক খরচ। ওঁর স্বাস্থ্যসাথী কার্ড নেই। কারও যদি মেডিক্লেইম বা সরকারী কার্ড না থাকে তাহলে কি কিছু করা যাবে না? লোকটা বাঁচবে কিভাবে?’
রাতারাতিই প্রদীপ্তর এই পোস্ট ছড়িয়ে পড়েছে ফেসবুকে। সাহায্যর জন্য এগিয়েও এসেছেন অনেকেই। বুধবার নতুন এক পোস্টে সবাইকে ধন্যবাদ জানিয়ে, দীপক হালদারের শারীরিক অবস্থার কথাও জানালেন পরিচালক। তবে শুধু প্রদীপ্তই নয়, দীপক হালদারের পাশে দাঁড়ানোর জন্য আর্তি জানিয়েছেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তীও।
[আরও পড়ুন: মুকুটে নয়া পালক, কান চলচ্চিত্র উৎসবের বিচারকদের তালিকায় দীপিকা পাড়ুকোন]
অভিনেতা দীপক হালদারকে সম্প্রতি দেখা গিয়েছে, নতুন ওয়েব সিরিজ ‘উলট পুরাণে’। পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্যের সিরিজ ‘বিরহী’তে বোম বলাই চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন দীপক।