সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অন্যায় একদম মেনে নিতে পারেন না কঙ্গনা রানাউত। প্রতিবাদ তাঁর শিরায় শিরায়। তাই অন্যায় হচ্ছে দেখলে গর্জে ওঠেন কঙ্গনা। এবারও তেমনই করলেন। এক হাত নিলেন ফিল্মফেয়ার পুরস্কারের কর্তৃপক্ষদের। ইনস্টাগ্রামের স্টোরিতে কঙ্গনা লিখলেন, ফিল্মফেয়ার যেটা করছে সেটা অনৈতিক!
গপ্পোটা হল, সম্প্রতি ফিল্মফেয়ার থেকে আমন্ত্রণ পেয়েছেন কঙ্গনা (Kangana Ranaut)। সেই আমন্ত্রণে কঙ্গনাকে জানানো হয়েছে, ‘থালাইভা’ ছবির জন্য তাঁকে পুরস্কার দেওয়া হবে। ফিল্মফেয়ারের এই আমন্ত্রণেই আপত্তি কঙ্গনার। কঙ্গনা স্পষ্ট লিখলেন, ”২০১৪ সালের পর থেকে ফিল্মফেয়ার আমাকে নিষিদ্ধ করেছিল। আমি অবাক হচ্ছি, এবার তাঁরা আমাকে আমন্ত্রণ জানিয়েছে, শুধু তাই নয় থালাইভা ছবির জন্য আমাকে সেরা অভিনেত্রী বিভাগে মনোনীতও করেছে। কিন্তু কেন? ২০১৪ সালে আমাকে ফিল্মফেয়ারের তরফ থেকে বলা হয়েছিল, অনুষ্ঠানে না নাচলে পুরস্কার দেওয়া হবে না। আমি প্রতিবাদ করেছিলাম। আর এবার তো আমাকে আরও অপমান করল। মধ্যমানের সব অভিনেত্রীর সঙ্গে আমার নাম যোগ করল।”
[আরও পড়ুন: দক্ষিণ আর বলিউডের মিশেলে জমে ক্ষীর ‘গডফাদারে’র টিজার, দেখুন চিরঞ্জীবী-সলমনের কামাল ]
গোটা ঘটনায় কঙ্গনা এতটাই রেগে গেলেন যে সোজা জানালেন, ”এই ধরনের অন্যায় চলতে পারে না। তাই ফিল্মফেয়ারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছি। এই ধরনের অনৈতিক শো বন্ধ হওয়া উচিত!”
খবর অনুযায়ী, এই বছর সেরা অভিনেত্রীর বিভাগে কঙ্গনার সঙ্গে মনোনীত হয়েছিলেন কৃতী স্যানন (মিমি), বিদ্যা বালান (শেরনি এবং জলসা), তাপসী পান্নু (রশ্মি রকেট), পরিণীতি চোপড়া (সন্দীপ অউর পিঙ্কি ফারার)। আর কঙ্গনা মনোনীত হয়েছেন থালাইভা ছবির জন্য।
প্রসঙ্গত, বিতর্ক একপাশে থাকুক। অভিনয়ে যে কঙ্গনা এখনও বাজিমাত করতে পারেন তাঁর সমসাময়িকদের, তা ফের প্রমাণ করলেন কঙ্গনা । নতুন ছবি ‘এমার্জেন্সি’র প্রথম লুক প্রকাশ্যে আসতেই ফের খবরের শিরোনামে কঙ্গনা রানাউত (Kanagana Ranaut)। মাথায় কাঁচা-পাকা চুল, সামান্য মেকআপ, প্রস্থেথিক লুকে ইন্দিরা গান্ধীর লুকে কঙ্গনা সবার নজর কেড়ে নিলেন। মাত্র ১ মিনিট ২১ সেকেন্ডের টিজারে কঙ্গনা প্রমাণ করে দিলেন সিনেমার পর্দায় ইন্দিরা চরিত্র তাঁর জন্যই যেন তৈরি হয়েছে। তবে শুধুই অভিনয় নয়, এই ছবি কঙ্গনা তৈরি করছেন নিজের হাতে। পরিচালক সাই কবীরের হাত থেকে পরিচালনার দায়িত্ব ছিনিয়ে নিয়ে কঙ্গনাই এই ‘এমার্জেন্সি’র পরিচালক।
এরকমটি কঙ্গনা আগেও ঘটিয়েছেন। তাঁর প্রযোজনা সংস্থায় তৈরি ‘মণিকর্ণিকা: দ্য ক্যুইন অফ ঝাঁসি’ ছবির শুটিং কিছু এগোতেই পরিচালক কৃশকে সরিয়ে নিজেই দায়িত্ব নিয়েছিলেন ছবি তৈরির। ফের পরিচালকের আসনে বসে কঙ্গনা জানান, ‘পরিচালক হিসেবে এটাই আমার দ্বিতীয় ছবি। ইন্দিরা গান্ধীর মতো ব্যক্তিত্বকে সিনেমায় পর্দায় নিয়ে আসার জন্য আমি সব দিক থেকে তৈরি। তবে এটিকে আমি ইন্দিরার বায়োপিক বলব না। বরং এই ছবি বিরাটমাপের এক পিরিয়ড ছবি।’