shono
Advertisement

‘আপনি তো ২২ মাসেও মুদ্রাস্ফীতি রুখতে পারেননি’, মনমোহনের মোদি-সমালোচনায় সরব নির্মলা

৮৯ বছরের প্রবীণ নেতাকে পালটা আক্রমণ অর্থমন্ত্রীর।
Posted: 10:26 AM Feb 18, 2022Updated: 12:18 PM Feb 18, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় নিজের উত্তরসূরিকে বেনজির ভাষায় আক্রমণ করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং (Manmohan Singh)। সেই ভিডিও ঘিরে স্বাভাবিক ভাবেই শুরু হয়েছে বিতর্ক। এবার ৮৯ বছরের প্রবীণ নেতাকে পালটা আক্রমণ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman)।

Advertisement

ভিডিও বার্তায় মনমোহন সিং বলেন, ”একদিকে মানুষ সমস্যায়। অন্যদিকে, সাড়ে সাত বছর ধরে ক্ষমতায় থাকা কেন্দ্রীয় সরকার নিজেদের ভুল স্বীকার না করে আজও প্রথম প্রধানমন্ত্রী নেহরুকে (Jawaharlal Nehru) দোষ দিয়ে যাচ্ছে। আমার মনে হয় প্রধানমন্ত্রীর পদের একটা নিজস্ব মর্যাদা আছে। নিজেদের ভুলের জন্য ইতিহাসকে দোষ না দিয়ে সেই মর্যাদা বজায় রাখা উচিত। আমি যে ১০ বছর প্রধানমন্ত্রী ছিলাম আমার কাজ কথা বলেছে। আমি কখনও বিশ্বের কাছে দেশের সম্মানহানি হতে দিইনি।”

[আরও পড়ুন: দেশের কোভিড গ্রাফে ফের উন্নতি, অনেকটা কমল সংক্রমণ, মৃত পাঁচশোরও কম]

বরাবরই নিজের নীরবতার জন্য পরিচিত মনমোহনের এই বেনজির আক্রমণের উত্তরে কী বলেছেন অর্থমন্ত্রী? পালটা তাঁকে আক্রমণ করে নির্মলা বলেন, ”উনি এমন এক প্রধানমন্ত্রী যিনি ভারতকে ভঙ্গুর অর্থনীতির দেশে পরিণত করার জন্য স্মরণীয়। ২২ মাসেও যিনি মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণ করতে পারেননি। এমন এক প্রধানমন্ত্রী, যিনি চোখের সামনে দেখেছিলেন দেশের মূলধন বাইরে চলে যাচ্ছে। আমাদের বৈদেশিক মুদ্রার সঞ্চয় ২৭৫ বিলিয়ন মার্কিন ডলার থেকে গত ৭ বছরে ৬৩০ বিলিয়ন মার্কিন ডলারে পরিণত হয়েছে। অথচ উনি আচমকাই দেশের অর্থনীতি নিয়ে কথা বলছেন। সেটা কি পাঞ্জাব নির্বাচনের (Punjab Election) কথা মাথায় রেখে?”

পাশাপাশি তিনি প্রশ্ন তুলেছেন কংগ্রেস শাসিত পাঞ্জাবে লাভ রেখে যখন টিকা বিক্রি করা হচ্ছিল, তখন কেন মনমোহন নীরব ছিলেন। নির্মলার কথায়, ”আমি আপনাকে শ্রদ্ধা করি। কিন্তু এই ধরনের কথা আপনার থেকে আশা করি না। স্রেফ ভোটের জন্য একজন শিক্ষিত প্রধানমন্ত্রী, যিনি দেশের সেরা অর্থনীতিবিদদেরও একজন, তিনি অতিমারীর সময়ও দেশকে দ্রুততম অর্থনৈতিক উন্নতির দিকে যেতে এমন কথা বলছেন!”

পাঞ্জাব ভোটের ঠিক আগে আগে মনমোহনের এই বিস্ফোরক ভিডিও বার্তা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। মনে করা হচ্ছে, শেষবেলায় মনমোহনকে আসরে নামিয়ে পাঞ্জাবি অস্মিতা জাগিয়ে দিতে চাইছে কংগ্রেস।

[আরও পড়ুন: গণতন্ত্র নিয়ে ভাষণে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর মুখে নেহরুর নাম! রাষ্ট্রদূতকে তলব করল দিল্লি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement