shono
Advertisement

পোশাকে মোদির ছবি, রাখির বিরুদ্ধে এফআইআর

প্রজিত তিওয়ারি নামে এক আইনজীবী রাখির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন৷ The post পোশাকে মোদির ছবি, রাখির বিরুদ্ধে এফআইআর appeared first on Sangbad Pratidin.
Posted: 10:05 PM Nov 04, 2016Updated: 04:35 PM Nov 04, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পোশাকে প্রধানমন্ত্রীর ছবির চমকে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিলেন৷ এবার সে কাজের জন্যই এফআইআর দায়ের হল অভিনেত্রী রাখি সাওয়ান্তের বিরুদ্ধে৷

Advertisement

গত আগস্টে এক আমেরিকা সফরের সময় এই পোশাক পরেছিলেন রাখি৷ সে পোশাকের বিভিন্ন জায়গায় ছিল প্রধানমন্ত্রীর ছবি৷ সোশ্যাল মিডিয়ায় সে ছবি ছড়িয়ে পড়ামাত্র মন্তব্য-প্রতি মন্তব্যের ঝড় উঠেছিল৷ পাশাপাশি আদৌ এ কাজ করা যায় কি না, তা নিয়েও প্রশ্ন জেগেছিল৷ এবার সে কাজের জন্যই বিপাকে পড়তে হল রাখিকে৷ প্রজিত তিওয়ারি নামে এক আইনজীবী  রাখির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন৷ এই পোশাক পরে প্রধানমন্ত্রীকে রাখি অপমান করেছেন বলেই অভিযোগ তাঁর৷ ইনডিসেন্ট রিপ্রেজেন্টশন অফ উওমেন (প্রোহিবিশন) অ্যাক্ট-এর আওতায় এই এফআইআর দায়ের করা হয়েছে বলেও জানা যাচ্ছে৷ কাঁকরোলি থানার স্টেশন হাউস অফিসার জানিয়েছেন, পুরো বিষয়টি তদন্ত করে দেখা যাচ্ছে৷

The post পোশাকে মোদির ছবি, রাখির বিরুদ্ধে এফআইআর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement