shono
Advertisement
Coldplay Concert

ভারতের কনসার্ট নিয়ে আইনি বিপাকে 'কোল্ড প্লে', কেন নোটিস ধরানো হল ক্রিস মার্টিনকে?

দিলজিৎ দোসাঞ্ঝের পর এবার 'কোল্ড প্লে', কেন বারবার কনসার্ট নিয়ে বিতর্ক ভারতে?
Published By: Sandipta BhanjaPosted: 06:30 PM Jan 05, 2025Updated: 06:30 PM Jan 05, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিলজিৎ দোসাঞ্ঝের পর এবার আইনি বিপাকে 'কোল্ড প্লে' (Coldplay)। আগামী ২৫, ২৬ জানুয়ারি গুজরাতে শো করার কথা ব্রিটিশ রক ব্যান্ডের। তবে তার প্রাক্কালেই গায়ক ক্রিস মার্টিনকে নোটিস ধরাল গুজরাত প্রশাসন।

Advertisement

অতিমারী উত্তর পর্বে নতুন করে শীতের মরশুমে দেশজুড়ে কনসার্ট, শোয়ের রমরমা। কোল্ড প্লে'র কনসার্টও রয়েছে সেই তালিকায়। রক শো নিয়ে ইতিমধ্যেই তুমুল উন্মাদনা দেখা গিয়েছে। গত নভেম্বর মাসে অগ্রীম বুকিং শুরু হতেই টিকিটের জন্য হুড়মুড়িয়ে পড়েছিলেন শ্রোতা অনুরাগীরা। টিকিট না দেশজুড়ে হাহাকারও শুরু হয়েছিল। খোদ করণ জোহর কোল্ড প্লে'র টিকিট না পেয়ে হতাশা প্রকাশ করেছিলেন। আমজনতা তো কোন ছাড়! অনেকে টিকিটের টিকিও পাননি! আর ভারতে সেই শো করতে আসার আগেই আইনি বিপাকে পড়তে হল ব্রিটিশ রক ব্যান্ডকে। গুজরাত প্রশাসন আগেভাগেই নোটিস জারি করে জানিয়ে দিল, কোনওভাবেই নিয়মভঙ্গ করা যাবে না।

আগামী ২৫, ২৬ জানুয়ারি আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে কোল্ড প্লে'র কনসার্ট হওয়ার কথা। তার প্রাক্কালেই আহমেদাবাদের জেলা শিশু সুরক্ষা বিভাগের তরফে গায়ক ক্রিস মার্টিন ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজক সংস্থার উদ্দেশে নোটিস জারি করেছে। কী বলা হয়েছে ওই নির্দেশিকায়? সেই নোটিসে উল্লেখ, কোল্ড প্লে'র শোয়ে বাচ্চাদের প্রবেশ নিষিদ্ধ। অনুষ্ঠানের মঞ্চে কোনওভাবেই কোনও শিশুকে যেন ব্যবহার না করা হয়। আয়োজকদের উদ্দেশে বলা হয়েছে, ১২০ ডেসিবলের বেশি শব্দমাত্রা ক্ষতিকর। তাই বাচ্চাদের শ্রবণ নিরাপত্তার বিষয়টি মাথায় রাখতে হবে। অনুষ্ঠানে কোনও বাচ্চা এলেও তাদের কানে যেন ইয়ারপ্লাগ থাকে। তাই আদালতের নির্দেশ অমান্য করলে আইনি পদক্ষেপ করা হবে। জানা গিয়েছে, প্রশাসনের তরফে এহেন নির্দেশিকা দেওয়ার নেপথ্যে চণ্ডীগড়ের বাসিন্দা পণ্ডিত রাও নামে জনৈক অধ্যাপক। তাঁর অভিযোগের পরই নড়েচড়ে বসে প্রশাসন। এর আগে এই অদ্যাপকই দিলজিৎ দোসাঞ্ঝের কনসার্টের বিরুদ্ধে শব্দদূষণের অভিযোগ তুলে আইনি পদক্ষেপ করেছিলেন। এবার সেই একই অভিযোগ উঠল 'কোল্ড প্লে'র অনুষ্ঠানের বিরুদ্ধে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দিলজিৎ দোসাঞ্ঝের পর এবার আইনি বিপাকে 'কোল্ড প্লে'।
  • আগামী ২৫, ২৬ জানুয়ারি গুজরাতে শো করার কথা ব্রিটিশ রক ব্যান্ডের।
  • তার প্রাক্কালেই গায়ক ক্রিস মার্টিনকে নোটিস ধরাল গুজরাত প্রশাসন।
Advertisement