সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১০ সেকেন্ডের জন্য বন্ধ হয়ে গিয়েছিল মুখ্যমন্ত্রীর মাইক। যে কারণে বলতে উঠে থামতে হয় মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে (Pinarayi Vijayan)। আপাত দৃষ্টিতে মনে হতে পারে, এমন যান্ত্রিক গোলযোগ তো হতেই পারে। কিন্তু বামশাসিত কেরল পুলিশের মনে হয়েছে, এ কোনও সাধারণ যান্ত্রিক গোলযোগ নয়। এর নেপথ্যে কোনও চক্রান্ত থাকতে পারে। তাই সামান্য ঘটনার জন্য দায়ের হয়েছে এফআইআর। শুরু হয়েছে তদন্তও।
আসলে যে অনুষ্ঠানে পিনারাই বিজয়নের মাইকে এই গোলযোগ দেখা গিয়েছে সেটা কেরলে সিপিএমের (CPIM) চিরপ্রতিদ্বন্দ্বী কংগ্রেস (Congress) আয়োজিত অনুষ্ঠান। কেরলের প্রাক্তন কংগ্রেসি মুখ্যমন্ত্রী ওমেন চান্ডির স্মরণসভার আয়োজন করেছিল কেরল প্রদেশ কংগ্রেস। তাতে যোগ দিয়েছিলেন কেরলের বাম ও গণতান্ত্রিক সরকারের মুখ্যমন্ত্রী তথা সিপিএম পলিটব্যুরোর সদস্য বিজয়ন। তিনি পোডিয়ামে উঠে বক্তৃতা শুরুর কিছুক্ষণ পরই বন্ধ হয়ে যায় মাইক। কয়েক সেকেন্ড পরেই আবার ঠিক হয়ে যায়। নিজের বক্তব্য শেষ করেন মুখ্যমন্ত্রী।
[আরও পড়ুন: ‘ওপেনহাইমার’ নিয়ে শোরগোল! গীতপাঠের বিতর্কিত দৃশ্যকে সমর্থন মহাভারতের ‘কৃষ্ণ’ নীতিশের]
কংগ্রেসের অনুষ্ঠান বলেই সম্ভবত সামান্য এই গোলযোগের নেপথ্যে ষড়যন্ত্র দেখছে পুলিশ। সূত্রের খবর, ওই ঘটনায় এফআইআর দায়ের করে তদন্ত শুরু হয়েছে। পুলিশ অবশ্য কোনও রাজনৈতিক দল বা কোনও রাজনৈতিক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেনি। তবে সাউন্ডের যন্ত্রপাতি বাজেয়াপ্ত করেছে তাঁরা। সাউন্ডের দায়িত্বে যিনি ছিলেন তাঁকে জিজ্ঞাসাবাদও করেছে। যদিও তাঁর দাবি, সাংবাদিকদের হুড়োহুড়িতে একটি সুইচ বন্ধ হয়ে যাওয়ায় এই বিপত্তি। সেটা কয়েক সেকেন্ডে ঠিকও হয়ে গিয়েছিল। কিন্তু পুলিশ করছে পুলিশের কাজ।
[আরও পড়ুন: ‘পা চেটে মহানায়ক?’, কটাক্ষ ধেয়ে আসতেই অঙ্কুশ বললেন, ‘আমার মতো সামান্য নায়ককে…’]
সামান্য এই ঘটনায় কেরল পুলিশের ‘বাড়াবাড়ি’ প্রতিক্রিয়ায় অনেকেই রাজনীতির গন্ধ দেখছেন। কেরল সিপিএম সম্ভবত বুঝিয়ে দিতে চাইছে, দিল্লিতে বিজেপিকে হারাতে যতই সিপিএম-কংগ্রেস ইন্ডিয়া (INDIA) নামক জোটের ছাতার তলায় আসুক, কেরলে পান থেকে চুন খসলেই বিরোধিতা চলবে। কোথাও দোস্তি, কোথাও কুস্তি। বাম এবং কংগ্রেসের সম্পর্ক দেশের একেক প্রান্তে একেক রকম। সেটা যে আগামী দিনেও অব্যাহত থাকবে, সেটা কেরল পুলিশের প্রতিক্রিয়ায় স্পষ্ট।