shono
Advertisement

Breaking News

বিজেপি প্রার্থী সায়ন্তন বসুর বিরুদ্ধে এফআইআর দায়ের পুলিশের

নির্বাচনী সভায় গুলি চালানোর হুমকি দিয়ে বিতর্কে বসিরহাটের বিজেপি প্রার্থী। The post বিজেপি প্রার্থী সায়ন্তন বসুর বিরুদ্ধে এফআইআর দায়ের পুলিশের appeared first on Sangbad Pratidin.
Posted: 04:17 PM Mar 27, 2019Updated: 04:17 PM Mar 27, 2019

নবেন্দু ঘোষ, বসিরহাট: ভোটের প্রচারে বেলাগাম মন্তব্য। বুথ দখলের চেষ্টা হলে গুলি চালানোর ফরমান দিয়েছেন বসিরহাটের বিজেপি প্রার্থী সায়ন্তন বসু। তাঁর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে এফআইআর করল পুলিশ। বিজেপি প্রার্থীর বিরুদ্ধে উসকানিমূলক মন্তব্য, এলাকায় অশান্তি ছড়ানোর চেষ্টা-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

Advertisement

[ আরও পড়ুন:পোড়খাওয়া মুখ নেই! বহরমপুরে দিলীপ ঘোষের পুরোহিতকেই প্রার্থী করল বিজেপি]

ঘটনার সূত্রপাত মঙ্গলবার। বসিরহাটে দলের প্রার্থীর সমর্থনে স্থানীয় ভ্যাবলা হাই স্কুল মাঠে একটি জনসভার আয়োজন করে বিজেপি। জনসভায় হাজির ছিলেন দলের রাজ্য নেতা রাজু বন্দ্যোপাধ্যায়, বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি গণেশ মণ্ডল-সহ বিজেপি প্রথমসারির নেতারা। সেই জনসভায় ভাষণ দিতে গিয়ে বিতর্কে জড়িয়েছেন বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সায়ন্তন বসু।

বসিরহাটে নির্বাচনী জনসভা ঠিক কী বলেছেন বিজেপি প্রার্থী? সায়ন্তন বসু বলেন, ‘সিআরপিএফ-কে বলেছি, নির্বাচনের দিন কেউ বুথ দখল করতে এলে, যেন বুক লক্ষ্য করে গুলি চলে। পুলিশ তৃণমূলের হয়ে কাজ করছে। নিশ্চিত থাকুন, ভোটের দিন পুলিশকে থানায় আটকে রাখব।’ শুধু এটুকু বলেই থেমে থাকেননি বসিরহাটের বিজেপি প্রার্থী সায়ন্তন বসু। দলের কর্মীদের উদ্দেশ্যে তাঁর বার্তা, ‘মার খেয়ে প্যানপ্যান করবেন না। পালটা মার দিয়ে, তারপর ফোন করবেন।’ এমনকী, বিজেপি মহিলার কর্মীদেরও বঁটিতে ধার দিয়ে রাখার পরামর্শ দিয়েছেন সায়ন্তন বসু। এদিকে ভোটের মরশুমে খোদ বিজেপি প্রার্থীর এমন মন্তব্যে জমে ওঠেছে বিতর্ক। গেরুয়া শিবিরের বিরুদ্ধে হিংসার মদত দেওয়ার অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস।

[আরও পড়ুন: প্রার্থী না পেয়ে গরু ধরে টানাটানি বিজেপির! জামুড়িয়ার দেওয়ালে ব্যঙ্গচিত্র]

The post বিজেপি প্রার্থী সায়ন্তন বসুর বিরুদ্ধে এফআইআর দায়ের পুলিশের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement