সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত, চিন, ব্রিটেন-সহ বিভিন্ন দেশের উপর নতুন শুল্ক চাপিয়ে বোমা ফাটিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর 'শুল্ক-বাণে' বিদ্ধ বাংলাদেশও। ঢাকার উপর ৩৭ শতাংশ কর আরোপ করেছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্টের এই 'ছক্কা' কীভাবে সামলাবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস?
এনিয়ে, বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম লেখেন, 'আমেরিকা থেকে আমদানি করা পণ্যের উপর আরোপিত শুল্ক পর্যালোচনা করছে বাংলাদেশ। এসব শুল্ক আরও যুক্তিসংগত করার উপায় খুঁজে বের করতে দ্রুত ও কার্যকরভাবে কাজ করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। যা শুল্কবিষয়ক জটিলতা নিরসনে প্রয়োজন। আমেরিকা বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু ও আমাদের বৃহত্তম রপ্তানি গন্তব্য। ট্রাম্প প্রশাসন দায়িত্ব গ্রহণের পর থেকে আমরা দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একসঙ্গে কাজ করে আসছি।' এই মুহূর্তে বাংলাদেশে বিভিন্ন জিনিসপত্রের দাম আকাশছোঁয়া। তার মধ্যে ট্রাম্পের এই শুল্ক বিপদ বাড়াবে ইউনুসের। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।
বুধবার গভীর রাতে আছড়ে পড়ে ট্রাম্পের ‘শুল্ক-বোমা’। চিনের উপর ৩৪%, ইউরোপীয় ইউনিয়নের উপর ২০%, ভিয়েতনাম ৪৬%, জাপান ২৪%, দক্ষিণ কোরিয়া ২৫%, ব্রিটেন ১০%, থাইল্যান্ড ৩৬% এবং সুইজারল্যান্ডের উপর ৩১% শুল্ক চাপানোর কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের শুল্ক ঘোষণার পর হোয়াইট হাউস জানায়, বিভিন্ন দেশের অতিরিক্ত শুল্কের কারণে আমেরিকার বাণিজ্য ঘাটতি হচ্ছে। যার জন্য জরুরী অবস্থার পরিস্থিতি তৈরি হয়েছে। তাই এই পদক্ষেপ করা হয়েছে।
এদিকে, ট্রাম্পের শুল্ক ঘোষণা করতেই ফুঁসে উঠেছেন বিশ্বনেতারা। রীতিমত ‘যুদ্ধে’র হুঙ্কার দিয়ে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনি বলেছেন, “আমরা লড়াই করার জন্য প্রস্তুত। ট্রাম্প যে শুল্কযুদ্ধ শুরু করেছেন তাতে বিশ্ব বাণিজ্য ব্যবস্থার আমূল পরিবর্তন হবে। আমেরিকার এই পদক্ষেপ কানাডার লক্ষ লক্ষ নাগরিককে বিপদে ফেলবে। আমরা এর পালটা দেবই।” ফলে বিশ্লেষকরা বলছেন, এবার শুল্ক নিয়ে ট্রাম্পকে পালটা দিতে এক জোট হতে পারে এই দেশগুলো।