shono
Advertisement
Mamata Banerjee on SSC Verdict

'জাজমেন্ট মানতে পারছি না', ২৬ হাজার চাকরি বাতিলে বললেন মুখ্যমন্ত্রী

তিনমাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। 
Published By: Paramita PaulPosted: 03:05 PM Apr 03, 2025Updated: 04:30 PM Apr 03, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি গিয়েছে ২৬ হাজার শিক্ষক-অশিক্ষক কর্মীর। শীর্ষ আদালতের এই রায় মানতে পারছেন না বলে বৃহস্পতিবার জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মানবিকতার স্বার্থে এই রায় মানতে পারছেন না। প্রশ্ন তুলেছেন, স্কুলগুলির ভবিষ্যৎ নিয়ে। দু-চারজনের ভুলে কেন সকলে শাস্তি পাবেন, এই প্রশ্নও তুললেন মমতা। পাশাপাশি আশ্বাস দিয়ে জানালেন, তিনমাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। 

Advertisement

নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠায় কলকাতা হাই কোর্টে মামলা চলছিল। গোটা প্যানেল বাতিলের নির্দেশ দেন বিচারপতি। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। কিন্তু সুপ্রিম কোর্টেও বাতিল হল এসএসসির (SSC Case) ২০১৬ সালের ২৬ হাজারের প্যানেল। ‘অযোগ্য’দের ফেরত দিতে হবে বেতনও। মানবিকতার খাতিরে এই রায় মানতে পারছেন না বলে জানালেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, "বিচারব্যবস্থার প্রতি আমাদের পূর্ণ সম্মান আছে। সমস্ত বিচারপতির প্রতি পূর্ণ শ্রদ্ধা রয়েছে। আমরা প্রত্যেককে সম্মান করি। দয়া করে আমার মন্তব্য বিকৃত করবেন না।" সুপ্রিম রায়ে 'দাগি' শিক্ষক বলে 'অযোগ্য'দের দাগিয়ে দেওয়া হয়েছে। এনিয়ে মমতা বলেন, "আমাদের হাতে তো কোনও নথি ছিল না। নথি থাকলে তো আমরাও খুঁজে দেখতে পারতাম। আত্মরক্ষার জন্য একটা সুযোগ দেওয়া উচিত!"

একধাক্কায় ২৫ হাজার ৫৭২ জন শিক্ষক-অশিক্ষক কর্মীদের চাকরি যাওয়ায় কর্মী সংকটে পড়বে স্কুলগুলি। সে কথা মনে করিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "এঁরা স্কুলে পড়ান। স্কুলগুলির কী হবে? বাংলাকে আর কত টার্গেট করবেন? বাংলার পুরো সিস্টেমটা কোলাপস করাই কি বিজেপির লক্ষ্য?" তাঁর প্রশ্ন, "দু-চারজনের জন্য সবাইকে কেন শাস্তি দেওয়া হবে? আমরা জানলে চিহ্নিত করে ব্যবস্থা নিতাম। কিন্তু আমাদের তো নথিই দেওয়া হয়নি।" মমতার তোপ,''বিকাশবাবু কেস করেছিলেন। তাঁর জন্যই আজ এতগুলো চাকরি গেল। উনি তো বিশ্বের বৃহত্তম আইনজীবী। কেন যে নোবেল প্রাইজ পাচ্ছেন না এখনও... আমি ভাবছি, একটা রেকমেন্ড করব।'' তিনি আরও বলেন, "মনে রাখবেন, তাঁরা অচল হয়ে গেলে বিজেপি-সিপিএমও সচল থাকবে না। কোনও ঘটনা ঘটলে, দায়িত্ব আপনাদের হবে। আর এসবের জবাব আপনারা পাবেন।”

চাকরিহারাদের পাশে থাকার আশ্বাসও দিলেন 'মানবিক' মমতা। জানালেন, আদালতের নির্দেশ মেনে আগামী তিনমাসের মধ্যে নিয়োগ সম্পন্ন করা হবে। পাশাপাশি চাকরিহারাদের সংগঠন আগামী ৭ তারিখ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠক করবেন। সেখানে মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রীকে উপস্থিত থাকার আবেদন জানানো হয়েছে। সেই আর্জিতে সাড়া দিয়ে সেখানে যাবেন মমতা। সঙ্গে শিক্ষামন্ত্রী, মুখ্যসচিব ও আইনজীবীরা থাকবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি গিয়েছে ২৬ হাজার শিক্ষক-অশিক্ষক কর্মীর।
  • শীর্ষ আদালতের এই রায় মানতে পারছেন না বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • মানবিকতার স্বার্থে এই রায় মানতে পারছেন না।
Advertisement