সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইটালির মিলানে ভয়াবহ অগ্নিকাণ্ড। শুক্রবার সকালে শহরের এক বৃদ্ধাশ্রমে আগুন লাগার ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জনের। হাসপাতালে ভরতি রয়েছেন বহু বাসিন্দা।
দমকল সূত্রে জানা গিয়েছে, ওই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৬ জন। ধোঁয়ার কারণে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভরতি বহু বাসিন্দা। দমকলকর্মীরা বাসিন্দাদের উদ্ধার করে দ্রত বিল্ডিংটি খালি করেন। ওই আবাসনে ২১০ জন বাসিন্দার বাস ছিল। তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি।
[আরও পড়ুন: সন্দেহ হলেই মোবাইলে নজরদারি চালাতে পারবে পুলিশ! ফ্রান্সে পাশ হল নয়া বিল]
ইটালির (Italy) এক সংবাদ সংস্থা জানিয়েছে, মৃতদের মধ্যে পাঁচজন বৃদ্ধা। যাঁদের বয়স ৬৯ থেকে ৮৭ বছরের মধ্যে। অন্য একজন ৭৩ বছর বয়সি বৃদ্ধ। মিলানের (Milan) মেয়র জিউসেপ সালা দুর্ঘটনা সম্পর্কে বলতে গিয়ে জানিয়েছেন, “বৃদ্ধাশ্রমের একটি ঘরে প্রথমে আগুন লাগে। সেই ঘরে যে ২ জন বৃদ্ধা থাকতেন আগুনে পুড়ে তাঁদের মৃত্যু হয়েছে। যদিও আগুন অন্য ঘরে ছড়ায়নি। কিন্তু অত্যধিক ধোঁয়ার কারণে দমবন্ধ হয়ে আরও ৪ জন মৃত্যুর কোলে ঢলে পড়েন।” জানা গিয়েছে, ২ জন বাসিন্দা গুরুতর জখম হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। হাসপাতালে ভরতি রয়েছেন আরও বহু।