সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের সিলিন্ডার বিস্ফোরণ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড (Fire)। এবারের ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ (Kakdwip)। স্টেশন সংলগ্ন এলাকার একটি বস্তিতে আগুন লাগে। ভস্মীভূত হয়ে গিয়েছে অন্তত ২৫ টি ঝুপড়ি। এখনও হতাহতের কোনও খবর নেই। মাথার উপর ছাদ হারিয়ে সহায়সম্বলহীন বহু মানুষ।
জানা গিয়েছে, সোমবার সন্ধে নাগাদ কাকদ্বীপ স্টেশনের পূর্বদিকে গোবিন্দপুর এলাকায় বস্তির একটি ঘরে রান্না চলাকালীন ঘটে দুর্ঘটনা। রান্নাঘরের গ্যাস সিলিন্ডার (Cylinder blast) ফেটে যায়। সেখান থেকেই আগুন লেগে যায়।দাউদাউ করে তা নিমেষের মধ্যে ছড়িয়ে পড়ে।পরপর জ্বলতে থাকে ঝুপড়িগুলি। খবর পেয়ে দমকল ঘটনাস্থলে পৌঁছনোর আগেই ভস্মীভূত হয়ে যায় ঝুপড়ি। চোখের সামনে নিজেদের ছোট আশ্রয়স্থল পুড়তে দেখে কান্নায় ভেঙে পড়েন বাসিন্দারা। পরবর্তীতে দমকলের ২টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
গত সপ্তাহে কলকাতা সাক্ষী থেকেছে বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের। বাগবাজারের (Bagbazar) হাজারি বস্তি পুড়ে ছাই হয়ে গিয়েছে। তার ঠিক পরপরই নিউটাউনের (New Town) শুলংগুড়ি, কেষ্টপুরেও আগুন লেগেছে। হতাহতের খবর না থাকলেও প্রতিটি অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি প্রচুর হয়েছে। সব ক’টি ক্ষেত্রেই সিলিন্ডার বিস্ফোরণের ফলেই আগুন লাগে।কাকদ্বীপের ক্ষেত্রেও তাই। সিলিন্ডার বিস্ফোরণে আগুন অনেক দ্রুত ছড়িয়ে পড়ে।তাই তাতে ক্ষতির পরিমাণও অনেক বেশি। কাকদ্বীপের বস্তিতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন প্রশাসনিক কর্তারা। ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তাঁরা।