shono
Advertisement

ফের শহরে অগ্নিকাণ্ড, নিউ মার্কেটে ভস্মীভূত চানাচুর কারখানা

ঘটনাস্থলে যান দমকল মন্ত্রী সুজিত বসু। The post ফের শহরে অগ্নিকাণ্ড, নিউ মার্কেটে ভস্মীভূত চানাচুর কারখানা appeared first on Sangbad Pratidin.
Posted: 09:58 AM Jan 09, 2019Updated: 09:58 AM Jan 09, 2019

অর্ণব আইচ: ফের শহরে অগ্নিকাণ্ড৷ মঙ্গলবার গভীর রাতে আগুন লাগে নিউ মার্কেট থানা এলাকার একটি কারখানায়৷ দ্রুত ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা৷ ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল৷ চারটি ইঞ্জিনের চেষ্টায় দেড় থেকে দু’ঘণ্টার মধ্যে আগুন আয়ত্তে আনেন দমকল কর্মীরা৷ ঘটনাস্থলে আসেন দমকল মন্ত্রী সুজিত বসু৷

Advertisement

[হরতালের প্রথম দিনে প্রাসঙ্গিক হতে পেরেই খুশি বামেরা ]

স্থানীয়রা জানিয়েছেন, কারখানাটিতে চানাচুর তৈরি হয়৷ মঙ্গলবার গভীর রাতে কারখানার মধ্য থেকে অল্প আগুন ও ধোঁয়া বের হতে দেখেন তাঁরা৷ কিছুক্ষণের মধ্যেই সেই আগুন বড় আকার ধারণ করে৷ প্রায় তিনতলা বাড়ির সমান উঁচু আগুনের শিখা দেখা যায়৷ আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়৷ প্রাথমিক পর্যায়ে স্থানীয়রাই আগুন নেভানোর কাজ শুরু করেন৷ খবর দেওয়া হয় দমকলে৷ কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের চারটি ইঞ্জিন৷ প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আয়ত্তে আসে আগুন৷ দমকল কর্মীদের অনুমান, শর্টসার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে৷ কারখানার মধ্যে অনেক দাহ্যপদার্থ থাকায় আগুন ছড়িয়ে পড়ে বলে জানিয়েছেন তাঁরা৷

[মেট্রো স্টেশনেও বনধ সমর্থকদের তাণ্ডব, ব্যাহত পরিষেবা]

দমকল কর্মীরা আরও জানিয়েছেন, কারখানাটি সরু গলির মধ্যে অবস্থিত হওয়ায় তাঁদের ঢুকতে অসুবিধা হচ্ছিল৷ আগুনের উৎসস্থল পর্যন্ত পৌঁছাতে যথেষ্ট বেগ পেতে হয় দমকল কর্মীদের৷ অনেক চেষ্টায়, কৌশলে আগুনের উৎস পর্যন্ত পৌঁছান তাঁরা৷ আগুন লাগার খবর পেয়েই গভীর রাতে ঘটনাস্থলে পৌঁছান দমকল মন্ত্রী সুজিৎ বসু৷ আগুন লাগার যথাযথ কারণ খতিয়ে দেখা হবে জানান তিনি৷ তবে ওই কারখানায় অগ্নিনির্বাপন ব্যবস্থা যথাযথ ছিল না বলে অভিযোগ করা হয়েছে দমকলের তরফ থেকে৷

The post ফের শহরে অগ্নিকাণ্ড, নিউ মার্কেটে ভস্মীভূত চানাচুর কারখানা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement