সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের শহরে আগুন। এবার আগুন লাগল পার্ক স্ট্রিটের বহুতল এপিজে বিল্ডিংয়ের আটতলায়। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন, আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। বিল্ডিংটির নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা থেকেও আগুন নেভানোর চেষ্টা হচ্ছে। ওই ভবনে অফিসের পাশাপাশি স্কুলও রয়েছে। গোটা ভবনটি থেকেই সবাইকে একে একে বের করে আনা হচ্ছে। ঘটনাস্থলে রয়েছেন দমকল কর্তা থেকে শুরু করে পুলিশের আধিকারিকরাও।
এদিকে ভবনের উচ্চতা বেশি হওয়ায় আগুনের কেন্দ্রস্থল আটতলাতে পৌঁছতে দমকল কর্মীদরে বেশ সমস্যাই হচ্ছে। লাগোয়া বিল্ডিংগুলি থেকে আগুন নেভানোর কাজ চলছে। জানা গিয়েছে, এপিজে হাউসের সার্ভার রুমে আগুন লেগেছে। তবে আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। এর আগেও একবার পার্ক স্ট্রিটের এপিজে হাউসে আগুন লেগেছে। সেই সময়কার অভিজ্ঞতাকেই কাজে লাগানোর চেষ্টা করছে দমকল। জলের পাশাপাশি আগুন নেভানোর অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীও ব্যবহার করা হচ্ছে। এপিজে হাউসের আগুনের ঘটনা উসকে দিয়েছে কয়েক বছর আগের স্টিফেন কোর্টের আগুনের স্মৃতি। ঘটনার গুরুত্ব বুঝে পুলিশ প্রশাসনের বড়কর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। আগুন নেভানোর জন্য সমস্ত ব্যবস্থাই নেওয়া হয়েছে। কাচ ভেঙে বিল্ডিংয়ের ধোঁয়া বের করার চেষ্টা চলছে। কালো ধোঁয়ায় ঢেকেছে এলাকা।যান নিয়্ন্ত্রণে নেমেছে পুলিশ। মল্লিকবাজারের দিক থেকে পার্ক স্ট্রিটে ঢোকার রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে আরও সাতটি ইঞ্জিন। আগুনের তাপে জানলার কাচ ভেঙে গলগল করে ধোঁয়া বেরিয়ে আসছে। দমকলের মোট ১০টি ইঞ্জিন আগুন আয়ত্তে আনার চেষ্টা চালাচ্ছে।
[দলকে না জানিয়ে কলেজে ঘেরাও নয়, ছাত্র নেতাদের কড়া বার্তা পার্থর]
উল্লেখ্যে, বড়বাজারের বাগরি মার্কেটের আগুনের ক্ষত এখনও টাটকা। তারপরে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফার্মেসিতে ভয়াবহ আগুনের ঘটনা ভুলতে না ভুলতেই মধ্য কলকাতার অভিজাত এলাকায় এই এপিজে হাউসে আগুন লাগল। এই ঘটনায় শহরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।
[অগ্নিমূল্য জবা, কালীর আরাধনায় মাথায় হাত পুজো উদ্যোক্তাদের]
The post ফের শহরে অগ্নিকাণ্ডের আতঙ্ক, পার্ক স্ট্রিটের বহুতলে ভয়াবহ আগুন appeared first on Sangbad Pratidin.