shono
Advertisement

বেঙ্গালুরুর বায়ুসেনা ঘাঁটির পার্কিং লটে আগুনে পুড়ে ছাই ১০০ গাড়ি

আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৩০০টি গাড়ি, দেখুন ভিডিও। The post বেঙ্গালুরুর বায়ুসেনা ঘাঁটির পার্কিং লটে আগুনে পুড়ে ছাই ১০০ গাড়ি appeared first on Sangbad Pratidin.
Posted: 03:54 PM Feb 23, 2019Updated: 03:54 PM Feb 23, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিধ্বংসী আগুন উত্তর বেঙ্গালুরু ইয়েলাহাংকা বেস সংলগ্ন মাঠে। শনিবার দুপুরে বেঙ্গালুরুর এয়ার শো সংলগ্ন গাড়ি পার্কিংয়ের জায়গায় আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৩০০টি গাড়ি। পুড়ে ছাই ১০০টি গাড়ি। তবে দমকলের ১০টি ইঞ্জিনের চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। তবে এখনও এখনও সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসেনি আগুন।  

Advertisement

[মৃত্যুদূত বিষাক্ত লালিগুড়! অসমে বিষমদ কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০২]

সূত্রের খবর, এয়ার ইন্ডিয়ার ২০১৯-এর অনুষ্ঠান উপলক্ষ্যে উত্তর বেঙ্গালুরুর ইয়েলাহাংকা এয়ার বেসে প্রায় ১০০টি এয়ারক্রাফ্ট রাখা ছিল। শনিবার দুপুরে সেই এয়ার শো সংলগ্ন গাড়ি পার্কিং এলাকায় আচমকাই আগুন লেগে যায়। দাউদাউ করে জ্বলতে থাকে আগুন। প্রচুর গাড়ি সেখানে রাখা ছিল, ফলে দ্রুতই ছড়িয়ে পড়ে আগুন। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। পরিস্থিতি আয়ত্তে আনতে ঘটনাস্থলে যায় দমকলের ১০টি ইঞ্জিন। দীর্ঘক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। তবে এখনও সম্পূর্ণ ভাবে নেভানো যায়নি আগুন। ঘটনার কিছুক্ষণের মধ্যেই সিনিয়র পুলিশ অফিসার এম এন রেড্ডি টু্ইট করে জানিয়েছেন, সম্ভবত বায়ুসেনার ঘাঁটি সংলগ্ন ওই মাঠে জ্বলন্ত সিগারেট পড়ে যাওয়ার ফলেই এই অগ্নিকাণ্ড। তবে এবিষয়ে সঠিক কোনও তথ্য এখনও পাওয়া যায়নি। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পরেই আগুনের উৎস সম্পর্কে সঠিক তথ্য দিতে পারবেন আধিকারিকেরা।

[চোখে লঙ্কার গুঁড়ো, যন্ত্রণা চেপে ১৮ কিমি ট্রেন ছোটালেন চালক]

তবে শেষ পাওয়া তথ্য অনুযায়ী, এই ঘটনার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে মাঠে থাকা ৩০০টি গাড়ি। যার মধ্যে প্রচুর মোটর বাইকও রয়েছে। সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে ১০০টি গাড়ি। অগ্নিকাণ্ডের বিষয়টি নজরে পড়তেই মাঠে থাকা প্রচুর গাড়ি সরিয়ে ফেলা হয়েছিল। যার জেরে কিছুটা হলেও ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণে রাখা গিয়েছে বলে সূত্রের খবর।

The post বেঙ্গালুরুর বায়ুসেনা ঘাঁটির পার্কিং লটে আগুনে পুড়ে ছাই ১০০ গাড়ি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement