shono
Advertisement
Chetana

ব্যর্থ প্রচেষ্টা! ১০ দিন বাদে ৭০০ ফুট বোরওয়েল থেকে উদ্ধারের পরেও মৃত্যু ৩ বছরের চেতনার

এই উদ্ধারকার্যে নজর ছিল দেশবাসীর।
Published By: Subhankar PatraPosted: 07:39 PM Jan 01, 2025Updated: 10:45 PM Jan 01, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিভিন্ন রকমভাবে চেষ্টা। প্রায় ১০ দিনের যুদ্ধ। অবশেষে উদ্ধার করা হল রাজস্থানের ৭০০ ফুট গভীর বোরওয়েলে আটকে পড়া চেতনাকে। তবে প্রাণে বাঁচানো যায়নি তাকে। ছোট্ট ফুটফুটে জীবিত চেতনাকে ফিরে পেলেন না তাঁর পরিবারের লোকজন। জীবনযুদ্ধের কাছে হার মেনেছে সে। 

Advertisement

গত ২৩ ডিসেম্বর, সোমবার দুপুরে খেলতে খেলতে ৭০০ ফুট গভীর বোরওয়েলে পড়ে যায় তিন বছরের চেতনা। প্রথমে ১৫ ফুট গভীরে আটকে পড়ে সে। পরিবারের সদস্যরা উদ্ধারকার্যে হাত লাগায়। তাতেই ঘটে আরও বিপত্তি। ১৫০ ফুট গভীরে চলে যায় সে। খবর যায় এনডিআরএফে। ঘটনাস্থলে আসে এনডিআরএফের দল। শুরু হয় উদ্ধারকার্য। বিভিন্ন বাধার মুখে পড়তে হয় উদ্ধারকারী দলকে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে উৎকণ্ঠা বাড়ে পরিবারের।  গোটা গ্রাম অপেক্ষা করতে থাকে। রাজ্য-সহ দেশের নজর ছিল এই উদ্ধারকার্যের উপর।

বারবার বাধা পাওয়ায় ডাকা হয় র‌্যাট-হোল খননকারী দলকে। তাঁরা উদ্ধারকার্যে নামেন। খারাপ আবহাওয়া ও অন্যান্য প্রতিকূলতায় দেরি হয় উদ্ধারকার্যে। বাড়তে থাকে সময়। গর্তে অক্সিজেনের পাইপও প্রবেশ করানো হয়। চেতনা যেন আরও গভীরে চলে না যায়, তার জন্যও ব্যবস্থা করা হয়। বোরওয়েল থেকে প্রায় ২০ ফুট দূর থেকে ১৭০ ফুট গভীর গর্ত খোঁড়া হয়। তারপরও সংশয় দেখা দিয়েছিল, উদ্ধার করা গেলেও ছোট্ট শিশুটির দেহে প্রাণ থাকবে তো। সেই দোলাচল নিয়েই বুধবার সন্ধ্যায় গভীর গর্ত থেকে বের করে আনা হয় চেতনাকে। তবে প্রাণরক্ষা করা যায়নি তার। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অবশেষে উদ্ধার করা হল রাজস্থানের ৭০০ ফুট গভীর বোরওয়েলে আটকে পড়া চেতনাকে।
  • হাসপাতালে নিয়ে যাওয়ার পরেও প্রাণরক্ষা হয়নি তার।
Advertisement