shono
Advertisement

কর্ণাটকের বন্দিপুর ব্যাঘ্র প্রকল্পের বনাঞ্চলে ভয়াবহ অগ্নিকাণ্ড

দু'দিন ধরে আগুন জ্বলছে জঙ্গলে। The post কর্ণাটকের বন্দিপুর ব্যাঘ্র প্রকল্পের বনাঞ্চলে ভয়াবহ অগ্নিকাণ্ড appeared first on Sangbad Pratidin.
Posted: 11:30 AM Feb 24, 2019Updated: 12:03 PM Feb 24, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্ণাটকের বন্দিপুর ব্যাঘ্র প্রকল্প ও জাতীয় উদ্যানে ভয়াবহ অগ্নিকাণ্ড। দু’দিন ধরে আগুন জ্বলছে জঙ্গলে। তবে বন্যপশুদের আগেই অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলেই খবর। জঙ্গলের আগুন নেভানোর জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছেন তামিলনাড়ু ও কর্ণাটকের বনদপ্তরের কর্মীরা।

Advertisement

[ ঝাড়খণ্ডে গুলির লড়াই, ২ মাওবাদীকে নিকেশ করল কোবরা বাহিনী]

শীত বিদায় নিয়েছে৷ বসন্ত এসে গিয়েছে। বছরের এই সময়ে শুকনো ডাল, পাতা ও ঘাসে ভরে ওঠে জঙ্গল। বন দপ্তরের অনুমান, কর্ণাটকের বন্দিপুর ব্যাঘ্র প্রকল্পের বনাঞ্চলে শুকনো পাতায় কোনওভাবে আগুন লেগে গিয়েছে। জঙ্গলের ভিতরে ঘাস থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথমে ব্যাঘ্র প্রকল্পের কোর এলাকায় আগুন লাগার বিষয়টি নজরে আসে। শেষ খবর অনুযায়ী, এখনও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন তামিলনাড়ু ও কর্ণাটকের বনদপ্তরের ৯০ জন কর্মী। তবে এই অগ্নিকাণ্ডে বন্যপশুদের ক্ষতির তেমন আশঙ্কা নেই বলে দাবি করেছে বনদপ্তর। বনদপ্তরের আধিকারিকদের বক্তব্য, গত বেশ কয়েকদিন ধরেই কর্ণাটকের বন্দিপুর  ব্যাঘ্র প্রকল্পের বনাঞ্চলে জলের সংকট দেখা দিয়েছিল। বেশির ভাগ বন্যপশুই জলের সন্ধানে কেরলের মুথুনগার জঙ্গলে চলে গিয়েছে।

 

The post কর্ণাটকের বন্দিপুর ব্যাঘ্র প্রকল্পের বনাঞ্চলে ভয়াবহ অগ্নিকাণ্ড appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement