shono
Advertisement

দাউদাউ করে জ্বলছে শ্রীরামপুরের জুটমিল, বছরের প্রথম দিনে মাথায় হাত শ্রমিকদের

জলের অভাবে আগুন নেভাতে সমস্যায় দমকল কর্মীরা।
Posted: 06:56 PM Jan 01, 2024Updated: 08:07 PM Jan 01, 2024

সুমন করাতি, হুগলি: বছরের শুরুতে আগুনের গ্রাসে শ্রীরামপুরের ওয়েলিংটন জুটমিল। দাউদাউ করে জ্বলছে পাট থেকে সুতো তৈরির ইউনিট। ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন। তবে জলের অভাবে আগুন নেভাতে সমস্যায় দমকল কর্মীরা।

Advertisement

সোমবার বিকেলে হুগলির রিষড়ার ওয়েলিংটন জুটমিলের পাট থেকে সুতো তৈরির ইউনিটের একটি মেশিনে আগুন লেগে যায়। দেখতে পান শ্রমিকরা। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা কারখানা। দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন ভয়াবহ আকার নেয়। শুরু হয় জোর হইচই।

[আরও পড়ুন: নিহত পুলওয়ামা হামলার চক্রী মাসুদ আজহার! ভাইরাল গাড়িতে বিস্ফোরণের ভিডিও]

ওই ইউনিট থেকে বেরনোর জন্য শ্রমিকদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। এদিকে, চিৎকার চেঁচামেচি শুনে আশপাশের এলাকা থেকে বহু মানুষ ছুটে আসেন কারখানায়। খবর যায় দমকলে। প্রথমে দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। পরে একে একে আরও আটটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। জলের অভাবে আগুন নেভাতে চূড়ান্ত বেগ পান দমকল কর্মীরা। এদিকে, এদিনের অগ্নিকাণ্ডে কারখানার সমস্ত কাঁচামাল পুড়ে ছাই। রাজ্যের প্রাচীনতম পাটকলগুলির মধ্য ওয়েলিংটন অন্যতম। বছরের প্রথমদিনে ওই কারখানায় অগ্নিকাণ্ডে মাথায় হাত শ্রমিকদের।

[আরও পড়ুন: রাজ চক্রবর্তীর ‘বাবলি’তে আবির-শুভশ্রী জুটি, বছরের শুরুতেই চমক দিলেন পরিচালক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার