সুব্রত বিশ্বাস ও অর্ণব দাস: স্টেশনের কাছেই রেললাইনের পাশে অবস্থিত বসতিতে বিধ্বংসী আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার হাবরা (Habra) পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে। বুধবার বিকেলে আগুন লাগে বলে জানা গিয়েছে। আশঙ্কা, অন্তত ১৫ থেকে ২০টি বাড়িতে আগুন ছড়িয়ে গিয়েছে। তবে এখনও পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।
শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকলের একটি ইঞ্জিন। তারা আগুন নেভানোর কাজ শুরু করে দিয়েছে। দমকল কর্মীদের সঙ্গে আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। যেহেতু বাড়িগুলি পরপর গা ঘেঁষে দাঁড়িয়ে, তাই এক জায়গা থেকে দ্রুত অন্য জায়গায় পৌঁছে যাচ্ছে।
[আরও পড়ুন: লালন শেখ মৃত্যুর তদন্ত CID’র হাতেই, এখনই সিবিআইয়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপে ‘না’ হাই কোর্টের]
এখনও পর্যন্ত আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। কী করে আগুন লাগল তাও জানা যায়নি। তবে মনে করা হচ্ছে, আগুন নেভানোর কাজ শেষ হলে এই সম্পর্কে ধারণা করা সম্ভব হবে। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
এদিকে অগ্নিকাণ্ডের জেরে বনগাঁ শাখার আপ-ডাউন দুই দিকের ট্রেন চলাচলই ব্যাহত হয়েছে। বিভিন্ন স্টেশনে এই লাইনের ট্রেনগুলি দাঁড়িয়ে রয়েছে বলে জানা গিয়েছে। স্বাভাবিক ভাবেই এর ফলে নিত্যযাত্রীদের প্রবল অসুবিধার মধ্যে পড়তে হয়েছে।