shono
Advertisement

Breaking News

মেডিক্যালের কলেজের হেমাটোলজি বিভাগে আগুন, বন্ধ রক্ত পরীক্ষা

চরম বিপদে রোগীরা৷ The post মেডিক্যালের কলেজের হেমাটোলজি বিভাগে আগুন, বন্ধ রক্ত পরীক্ষা appeared first on Sangbad Pratidin.
Posted: 11:55 AM Dec 31, 2018Updated: 12:03 PM Dec 31, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার ভোররাতের আগুনে ভস্মীভূত কলকাতা মেডিক্যাল কলেজের হেমাটোলজি ল্যাব৷ দমকলের তিনটি ইঞ্জিনের তৎপরতায় দেড় ঘণ্টা পর কোনওক্রমে আয়ত্তে আসে আগুন৷ কোনও হতাহতের ঘটনা ঘটেনি৷ তবে ল্যাবের বেশিরভাগ সরঞ্জামই নষ্ট হয়ে গিয়েছে বলে দমকল সূত্রে খবর৷ ফলে সোমবার সকাল থেকেই বন্ধ হয়ে গিয়েছে রক্ত পরীক্ষা৷ কবে আবার পরীক্ষা শুরু হবে সেই বিষয়ে স্পষ্ট উত্তর দিতে পারছে না কর্তৃপক্ষও৷ স্বভাবতই সমস্যায় পড়েছেন রোগী ও বাড়ির পরিজনরা৷

Advertisement

[পার্ক স্ট্রিট থেকে বাইপাস, আজ পুলিশের নজরবন্দি বর্ষবরণ উৎসব]

দমকল কর্মীদের অনুমান, ল্যাবের ফ্রিজার থেকে শর্ট সার্কিটের জেরে আগুনের সূত্রপাত হতে পারে৷ ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে সমগ্র ল্যাবে৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভোররাতে ল্যাব থেকে ধোঁয়া বের হতে দেখেন তাঁরা৷ খবর দেওয়া হয় দমকলে৷ কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে আসেন দমকলের কর্মীরা৷ কোনও হতাহতের ঘটনা না ঘটলেও, সাময়িক আতঙ্কের সৃষ্টি হয় রোগীর পরিজনদের মধ্যে৷ ক্ষয়ক্ষতির কারণে হেমাটোলজি বিভাগে বন্ধ হয়ে গিয়েছে রক্ত পরীক্ষা৷ ফলে সোমবার সকাল থেকে রক্ত পরীক্ষা করাতে এসে ফিরে যেতে হচ্ছে অসংখ্য রোগীকে৷ স্বভাবতই চরম সংকটের মধ্যে পড়েছেন তাঁরা৷ আবার কবে থেকে ল্যাব চালু হবে, সেই সংক্রান্ত কোনও সদুত্তর দিতে পারছে না কর্তৃপক্ষও৷

[শেষ হল ‘অক্লান্ত পদাতিক’-এর পথচলা, শোকের ছায়া চলচ্চিত্র জগতে]

গত অক্টোবর মাসে কলকাতা মেডিক্যাল কলেজের এমসিএইচ বিল্ডিংয়ে ওষুধের দোকান বা ফার্মাসিতে বিধ্বংসী আগুন লাগে৷ দমকলের দশটির বেশি ইঞ্জিনের তৎপরতায় কোনওক্রমে আয়ত্তে আসে সেই আগুন৷ সেই দুর্ঘটনার ফলে চরম দুর্ভোগের মুখে পড়েছিলেন মেডিক্যাল কলেজের ক্যানসার বিভাগের রোগীরা৷ দমকম কর্মী, সাধারণ মানুষের সাহায্যে কোনওক্রমে রোগীদের বাইে বের করে আনা হয়েছিল৷ এত বড়সড় দুর্ঘটনার পরেও কেন এই প্রাচীন হাসপাতালটির অগ্নি নির্বাপণ ব্যবস্থার পরিবর্তন করা হল না, তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন৷

The post মেডিক্যালের কলেজের হেমাটোলজি বিভাগে আগুন, বন্ধ রক্ত পরীক্ষা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement