সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঝেরহাট ব্রিজের কাছে ব্যস্ত রাস্তায়। হু হু করে ছুটছে গাড়ি। সেই ব্রিজের নিচে দাঁড়িয়েই রাবিশ বোঝাই গাড়ি রুখলেন খোদ কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। জলাশয় ভরাট রুখতে ব্যবস্থা নিতে হবে বলেই জানান তিনি।
কলকাতায় বহু পুরনো বাড়ি ভেঙে সেখানে গড়ে উঠছে বহুতল। সেই আবর্জনা অনেকেই আবার ফেলছেন পুকুরে। তার ফলে জলাশয় ভরাট হয়ে যাচ্ছে। এই সমস্যার সমাধানে কলকাতা পুরসভার তরফে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। তা সত্ত্বেও সোমবার দুপুরে মাঝেরহাট ব্রিজে রাবিশ বোঝাই গাড়ি দেখে কার্যত বিরক্ত ফিরহাদ হাকিম। কীভাবে গাড়িগুলি দক্ষিণ কলকাতার ভিতরে ঢুকল, পুলিশের উদ্দেশে সে প্রশ্ন করেন মেয়র।
[আরও পড়ুন: মদ্যপের হাতে গাড়ি নয়, বর্ষশেষে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ রুখতে কড়া ব্যবস্থা]
জলাশয় বোঝাই রুখতে যথেষ্ট উদ্যোগী কলকাতা পুরসভা। ইতিমধ্যেই পুকুর বোজানো বন্ধ করতে পুরসভার তরফে কলকাতা পুলিশকে চিঠি দেওয়া হয়। এদিন রাবিশ বোঝাই গাড়ি রুখে ফিরহাদ বলেন, “এভাবে যদি আমাদের একা দূষণের বিরুদ্ধে লড়াই করতে হয়, তবে জলাশয় ভরাট বন্ধ করা অসম্ভব হয়ে যাবে। পুলিশ কমিশনারকে কড়া নজরদারির ব্যবস্থা করতে বলব। তা না হলে জলাশয় ভরাট রোখা সম্ভব হবে না।” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও একথা জানাবেন ফিরহাদ।
দেখুন ভিডিও: