সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী শনিবার লক্ষ্মীপুজো। ধন সম্পদ, সৌভাগ্য ও সৌন্দর্যের দেবী। বাঙালির ঘরে ঘরে পূজিত হবেন দেবী। চলুন জেনে নেওয়া যাক পুজোর শুভক্ষণ ও তিথি। আর ভুলেও ওই দিন এই পাঁচটি কাজ করবেন না।
কোজাগরী পূর্ণিমায় আরাধনায় সন্তুষ্ট হন লক্ষ্মী। ২০২৩ সালে কোজাগরী লক্ষ্মীপুজো ২৮ অক্টোবর, শনিবার, সকাল ৪টে ১০ মিনিটে। পূর্ণিমার তিথি ও মুহূর্ত শেষ হবে ২৯ অক্টোবর, রবিবার সকাল ১টা ৫০ মিনিটে। এই সময়ের মধ্যেই পুজোর আচার পালন করতে হবে। সকলের মনোবাসনা পূর্ণ করেন দেবী। হিন্দুরা এমন বিশ্বাসেই এই পুজো করে থাকেন। তবে মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলা প্রয়োজন।
[আরও পড়ুন: আর INDIA নয়, এবার পাঠ্যপুস্তকেও ব্যবহার হবে স্রেফ ‘ভারত’]
১. লক্ষ্মীপুজোয় সাধারণত কাঁসার কিংবা স্টিলের বাসনই ব্যবহার করুন। লোহার বাসন নৈব নৈব চ! কারণ, এই বাসন দিয়ে একমাত্র অলক্ষ্মী পুজোর কাজই করা হয়।
২. লক্ষ্মীপুজোর উপাচারে তুলসী পাতা ভুলেও ব্যবহার করবেন না। কারণ, পুরান মতে বিষ্ণুর বিবাহ হয়েছিল তুলসী দেবীর সঙ্গে। তাই পুজোয় তুলসীর ব্যবহার একেবারেই পছন্দ করেন না দেবী লক্ষ্মী।
৩. লক্ষ্মীকে কখনও সাদা ফুল দিয়ে পুজো করবেন না। পরিবর্তে লাল কিংবা গোলাপি রঙের ফুল দিন। তাতে আপনার গার্হ্যস্থ জীবন হয়ে উঠবে আরও সুখের। পাশাপাশি লক্ষ্মীপুজোয় ভুল করেও কাঁসর, ঘণ্টা বাজাবেন না।
৪. পুজো করবেন মানে ধূপ, প্রদীপ তো তাতে ব্যবহার হবেই। কিন্তু যেখানে সেখানে নয়, পুণ্যার্জন করতে চাইলে ধূপ-দীপ রাখুন দেবী প্রতিমার ডানদিকে।
৫. ভুলেও কালো কিংবা সাদা বস্ত্রের উপর লক্ষ্মীমূর্তি রাখবেন না। তার পরিবর্তে বেছে নিন অন্য যে কোনও রঙের বস্ত্র।