সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার সকালে ফের আগুন লাগার ঘটনা ঘটল শহর কলকাতায়৷ পার্ক স্ট্রিট এলাকার কাছাকাছি শহরের অন্যতম ব্যস্ত ৪৪ নম্বর রফি আহমেদ কিদওয়াই রোডের একটি কাপড়ের গুদামে আগুন লাগে৷
(পর্নস্টারের সঙ্গে রবীন্দ্রনাথকে জড়িয়ে বিশ্রী রসিকতা নেটদুনিয়ায়)
আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন৷ তাদের দ্রুত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে৷ তবে ঠিক কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়৷ ঘটনায় দুই ব্যক্তির আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে৷ হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে৷ আগুনে গোডাউনে মজুত জিনিসপত্রের ক্ষতিও হয়েছে৷ আগুন লাগার কারণে এলাকার যান চলাচল বেশ কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয়৷
(কলকাতা বিমানবন্দর থেকে বাজেয়াপ্ত ৮০ লক্ষ টাকা)
জনবহুল এলাকায় অবস্থিত পুরনো বাড়িটির গায়ে ঝুলছে অসংখ্য তার৷ পাশাপাশি বিল্ডিংয়ের ভিতরে কাঠের সিঁড়ি৷ তাই দমকল তৎপরতা না দেখালে আগুন আরও ভয়াবহ আকার ধারণ করতে পারত বলেই মনে করা হচ্ছে৷
The post শহরের জনবহুল এলাকায় কাপড়ের গুদামে ভয়াবহ আগুন appeared first on Sangbad Pratidin.