shono
Advertisement
Beleghata

বেলেঘাটার দোকানে বিধ্বংসী অগ্নিকাণ্ড, বিপদ এড়াতে সংলগ্ন রাস্তায় বন্ধ যানচলাচল

এই মুহূর্তে ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে।
Published By: Sucheta SenguptaPosted: 04:44 PM Mar 26, 2025Updated: 07:47 PM Mar 26, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভরদুপুরে বেলেঘাটায় রাস্তার ধারের দোকানে আচমকাই বিধ্বংসী আগুন। দাউদাউ আগুন নিমেষের মধ্যে ছড়িয়ে পড়ে আশেপাশে। বরফকলের কাছে এই অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রথমে দমকলের দু'টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। পরে ইঞ্জিনের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫টি। বিপদ এড়াতে শিয়ালদহমুখী রাস্তায় যানচলাচল আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা করছেন দমকল কর্মীরা।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বেলেঘাটা থানার পুলিশ। গোটা এলাকায় ঘিরে রাখা হয়েছে। আতঙ্কিত বাসিন্দাদের নিরাপত্তা নিয়ে তৎপর পুলিশ।

Advertisement

বেলেঘাটার বরফকলের কাছে বিধ্বংসী অগ্নিকাণ্ড। নিজস্ব চিত্র।

দুপুর গড়িয়ে সবে বিকেল তখন। শিয়ালদহ থেকে বেলেঘাটামুখী রাস্তায় বরাবরের মতো ভালোই যান চলাচল হচ্ছিল। আচমকা পথচারীদের চোখে পড়ে, বরফকলের কাছে ফুটপাথের একটি দোকান থেকে দাউদাউ আগুন বেরচ্ছে। সঙ্গে সঙ্গে দমকলে খবর পাঠানো হয়। খবর দেওয়া হয় বেলেঘাটা থানাতেও। প্রথমে দমকলের ২ টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। কিন্তু ততক্ষণে আগুনের লেলিহান শিখা গ্রাস করে ফেলেছে আশপাশে বেশ কিছুটা এলাকাকে। ফলে দমকলের ইঞ্জিনের সংখ্যা বাড়াতে হয়। পাঁচটি ইঞ্জিনের সাহায্যেও দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে রীতিমতো হিমশিম খাচ্ছেন।

দমকলের পাঁচটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। নিজস্ব চিত্র।

এই অগ্নিকাণ্ডের জেরে শিয়ালদহ থেকে বেলেঘাটার রাস্তায় যান চলাচল আপাতত বন্ধ করা হয়েছে। তবে ট্রাফিক পুলিশ পরিস্থিতি কড়া নজরে রেখেছে। অগ্নিকাণ্ডের জেরে স্বভাবতই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাবাসীর মধ্যে। তবে পুলিশ তাঁদের আশ্বস্ত করেছে। কিন্তু কী থেকে ফুটপাথের ওই দোকানে আগুন লাগল, তা বলতে পারছেন না দমকল কর্মীরাও। এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে আনাই সবচেয়ে চ্যালেঞ্জের বলে জানান তাঁরা। তদন্তে নেমেছে আগুনের উৎস জানতে মরিয়া পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বেলেঘাটা ফুটপাথের ধারে দোকানে বিধ্বংসী অগ্নিকাণ্ড।
  • দমকলের ৫টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনতে রীতিমত হিমশিম খাচ্ছে।
Advertisement