shono
Advertisement

জানলার কাচে চিড়, ১৭৬ জন যাত্রী নিয়ে কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ বিমানের

গোটা ঘটনায় তীব্র আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে।
Posted: 01:02 PM Sep 20, 2023Updated: 01:28 PM Sep 20, 2023

বিধান নস্কর, দমদম: বিমানের জানলার কাচে চিড় ধরেছে। খবর পেতেই কোনও ঝুঁকি না নিয়ে কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করেন পাইলট। গোটা ঘটনায় তীব্র আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে।

Advertisement

বিমানবন্দর সূত্র মারফত খবর, স্পাইসজেটের বিমান এস জি ৫১৫ আজ, বুধবার সকাল ৬টা ১৭ মিনিট নাগাদ কলকাতা থেকে ১৭৬ জন যাত্রী এবং ৬ জন কেবিন ক্রু নিয়ে মুম্বইয়ের উদ্দেশে যাত্রা করে। কিন্তু যান্ত্রিক ত্রুটির জন্য মাঝআকাশ থেকে ফিরে এল কলকাতা থেকে মুম্বইগামী ওই বিমান।

[আরও পড়ুন: মাদুরাই ট্রেনে আগুনে মৃত্যু থেকে শিক্ষা, অগ্নিকাণ্ডের ঘটনা রুখতে হাওড়া-শিয়ালদহে শুরু তল্লশি]

কলকাতার আকাশেই বিমানের জানলার কাছে ফাটল দেখতে পান কেবিন ক্রুর সদস্যরা। কোনও ঝুঁকি না নিয়ে তৎক্ষণাৎ পাইলটের দৃষ্টি আকর্ষণ করেন তাঁরা। পাইলটও বিলম্ব না করে অত্যন্ত দ্রুততার সঙ্গে দমদম বিমানবন্দরের (Dum Dum Airport) এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে যান্ত্রিক ত্রুটির কথা জানিয়ে অবতরণের অনুমতি চান। সেইমতো এয়ার ট্রাফিক কন্ট্রোলের অনুমতি মেলায় পৌনে আটটা নাগাদ বিমানটি দমদম বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। বেলা ১২টায় শেষ পাওয়া খবর অনুযায়ী, নম্বর ১৮-তে পার্ক করা হয়েছে বিমানটিকে। যাত্রীদের নামিয়ে এনে বিমানের মেরামতির কাজ শুরু করা হয়। তবে কখন ফের বিমান রওনা দেবে, তা নিশ্চিত ভাবে জানানো হয়নি।

এদিকে, চেন্নাইগামী ইন্ডিগো বিমানের ঘটনায় ছড়াল চাঞ্চল্য। বুধবার ভোররাতে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিল বিমানটি। অভিযোগ, মাঝআকাশেই মণিকন্দন নামের এক ব্যক্তি বিমানের এমার্জেন্সি দরজা খোলার চেষ্টা করেন। আর তাতেই সহযাত্রীদের মধ্যে ছড়ায় আতঙ্ক। বিমানটি চেন্নাইয়ে পৌঁছতেই অভিযুক্তকে সিআইএসএফের হাতে তুলে দেওয়া হয়।

[আরও পড়ুন: বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে আগামী ৪৮ ঘণ্টা বৃষ্টিতে ভাসবে বাংলা, কবে বদলাবে পরিস্থিতি?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement