shono
Advertisement

বন্যায় মৃত্যুমিছিল, সাত রাজ্যে মৃতের সংখ্যা পেরোল ৭০০-র গণ্ডি

ভারি বৃষ্টির সতর্কতা জারি৷ The post বন্যায় মৃত্যুমিছিল, সাত রাজ্যে মৃতের সংখ্যা পেরোল ৭০০-র গণ্ডি appeared first on Sangbad Pratidin.
Posted: 03:08 PM Aug 13, 2018Updated: 03:38 PM Aug 13, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনকয়েকের বৃষ্টিতে জলে ভাসছে কেরল৷ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যে৷ অন্তত ১৮৭ জনের প্রাণহানি হয়েছে ইতিমধ্যেই৷ কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বন্যা পরিস্থিতির খোঁজও নেন তিনি৷ রবিবারই এলাকা পরিদর্শনে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ ১০০ কোটি আর্থিক বরাদ্দের কথাও ঘোষণা করেছে কেন্দ্র৷ সোমবার বৃষ্টি কমলেও, এলাকার পরিস্থিতি রয়েছে একইরকম৷ ভারি থেকে অতি ভারি বৃষ্টির আশঙ্কায় এখনও লাল সতর্কতা জারি রয়েছে ইদ্দুকি, ওইয়ানাদ, এরনাকুলাম, কান্নুর, পালাক্কাদ ও মালাপ্পুরমে৷ কেরলের বন্যা দুর্গতদের আপাতত ঠাঁই হয়েছে ত্রাণ শিবিরে৷ বন্যায় দেশের সাতটি রাজ্যে কতজনের মৃত্যু হয়েছে, তা নিয়ে রিপোর্ট পেশ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ রিপোর্টে বলা হয়েছে, সাতটি রাজ্যে বন্যায় মোট ৭৭৪ জনের মৃত্যু হয়েছে৷  

Advertisement

[মহিলাকে ধর্ষণ ও ব্ল্যাকমেলের অভিযোগ, কেরলে আত্মসমর্পণ দুই ধর্মযাজকের]

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ‘ন্যাশনাল এমার্জেন্সি রেসপন্স সেন্টার’ জানিয়েছে,  মহারাষ্ট্রের ২৬টি, অসমের ২৩টি, পশ্চিমবঙ্গের ২২টি, কেরলের ১৪টি, উত্তরপ্রদেশের ১২টি, নাগাল্যান্ডের ১১টি ও গুজরাটের ১০টি জেলা চলতি মরশুমের বর্ষায় ক্ষতিগ্রস্ত হয়েছে৷ ঘটেছে প্রাণহানিও৷ রিপোর্ট অনুযায়ী, এখনও পর্যন্ত কেরলে ১৮৭, উত্তরপ্রদেশে ১৭১, পশ্চিমবঙ্গে ১৭০, মহারাষ্ট্রে ১৩৯, গুজরাটে ৫২, অসমে ৪৫ ও নাগাল্যান্ডে ৮ জন মারা গিয়েছেন৷ এখনও পর্যন্ত ২৭জন নিখোঁজ৷ তাঁদের মধ্যে ২২জন কেরলের বাসিন্দা ও বাকি ৫ জন পশ্চিমবঙ্গের৷ অতিরিক্ত বৃষ্টিতে অসমে কৃষিক্ষেত্রে ব্যাপক ক্ষতি হয়েছে৷ প্রায় ১১ হাজার ৪৫ লক্ষ হেক্টর চাষের জমি চলে গিয়েছে জলের তলায়৷

[সুখবর, এবার রেলে আরপিএফ নিয়োগে ৫০ শতাংশ সংরক্ষণের আওতায় মহিলারা]

বন্যা দুর্গতদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছে সেনা ও বিপর্যয় মোকাবিলা বাহিনী৷ বিপর্যয় মোকাবিলা বাহিনীর ১৫টি দল এখনও দুর্গতদের উদ্ধারের কাজ করছে৷ এক একটি দলে ৪৫জন করে কর্মী রয়েছে৷ উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গে ৮টি বিপর্যয় মোকাবিলা দল, ৭ টি গুজরাট ও ৪টি দল কাজ করছে কেরল ও মহারাষ্ট্রে৷ নাগাল্যান্ডের বন্যা দুর্গতদের উদ্ধারের জন্য কাজ করছে বিপর্যয় মোকাবিলা বাহিনীর ১টি দল৷

[স্বাধীনতা দিবসে লালকেল্লা মাতাবে বাংলার আদিবাসীদের হাতপাখা]

The post বন্যায় মৃত্যুমিছিল, সাত রাজ্যে মৃতের সংখ্যা পেরোল ৭০০-র গণ্ডি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement